অলিম্পিক্সে শুটিং থেকে ভারতের পদকের প্রত্যাশা সবথেকে বেশি। যদিও টোকিও অলিম্পিক্সে শুটিংয়ের শুরুটা মনে রাখার মতো হল না ভারতের।
শনিবার ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের হয়ে লড়াইয়ে নামেন অন্যতম পদক সম্ভাবনা অপূর্বী চান্ডেলা ও এলাভেনিল ভালারিভান। যদিও দুই তারকাই ফাইনালে উঠতে ব্যর্থ হন। ৬টি সেটে ১০টি করে মোট ৬০টি শটের যোগ্যতা অর্জন পর্বে ধারাবাহিকতা দেখাতে পারেননি দুই ভারতীয় তারকা।
হিন্দুস্তান টাইমস বাংলায় অলিম্পিক্সের যাবতীয় আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে।
৬০ জন শুটারের মধ্যে এলাভেনিল ৬২৬.৫ পয়েন্ট সংগ্রহ করে ১৬ নম্বরে শেষ করেন। অপূর্বীর পারফর্ম্যান্স আরও খারাপ। তিনি ৬২১.৯ পয়েন্ট সংগ্রহ করে শেষ করেন ৩৬ নম্বরে। ফাইনালে উঠতে হলে প্রথম আটে থাকতে হত, যার ধারে-কাছেও ছিলেন না দুই ভারতীয় শুটার।
যোগ্যতা অর্জন পর্বে গেমস রেকর্ড গড়লেন নরওয়ের হগ জিনেট। তিনি ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশনে ৬৩২.৯ পয়েন্ট সংগ্রহ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।