রজার ফেডেরার নন, ওয়ারিঙ্কাও নন, টোকিও অলিম্পিক্সের টেনিস থেকে সোনা জিতলেন অন্য এক সুইস তারকা। সুইজারল্যান্ডের সেরা দুই টেনিস খেলোয়াড় ফেডেরার ও ওয়ারিঙ্কা টোকিও গেমস থেকে সরে দাঁড়িয়েছিলেন। ফলে তাঁরা এবার অলিম্পিক্সের কোর্টে নামেননি। তাঁদের খামতি পূরণ করলেন বেলিন্দা বেনচিচ। ওমেনস সিঙ্গলসে গোল্ড মেডেল জিতলেন তিনি।
শুধু ওমেনস সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়াই নয়, বরং টোকিওয় জোড়া পদক জয় নিশ্চিত করেছেন বেলিন্দা। ২৪ বছর বয়সী সুইস তারকা বেনচিচ এবার ভিক্টোরিয়া গোলুবিচকে সঙ্গে নিয়ে ওমেনস ডাবলসেরও ফাইনালে উঠেছেন। যার অর্থ, এবার অলিম্পিক্স থেকে জোড়া সোনা জয়ের হাতছানি রয়েছে বেলিন্দার সামনে।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।