২৩ ডিসেম্বর কোচিতে আইপিএল ২০২৩-এর মিনি নিলামটি অনুষ্ঠিত হয়েছিল। এই নিলামে দিল্লি কিনেছে মোট ৫ জন খেলোয়াড়কে। দিল্লি সবচেয়ে বেশি টাকা খরচ করে কিনেছে বাংলা ক্রিকেটের মুকেশ কুমারকে। দলটি মুকেশ কুমারকে ৫.৫০ কোটিতে কিনেছে। মুকেশ ছাড়াও রিলি রসউকে ৪.৬ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। মণীশ পান্ডেকে ২.৪ কোটিতে কিনেছে দিল্লি। এরফলে তারা তাদের বোলিং ও ব্যাটিংকে শক্তিশালী করেছে। দিল্লি তাদের দলে ইশান্ত শর্মাকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে অন্তর্ভুক্ত করেছে। আর দিল্লি ফিলিপ সল্টের জন্য খরচ করেছে ২ কোটি টাকা।
আরও পড়ুন… Delhi Capitals Full Players List: বাংলার মুকেশ কুমারের জন্য কোষাগার খুলে দিল দিল্লি, কেমন হল তাদের দল
আইপিএল মিনি নিলামের পর দিল্লি দলকে শক্তিশালী দেখাচ্ছে। মিডল অর্ডার ব্যাটিংয়ে দলকে শক্তিশালী করবে রিলি রসউ ও মণীশ পান্ডে। দলে ইতিমধ্যেই ডেভিড ওয়ার্নার, রোভম্যান পাওয়েল এবং মিচেল মার্শের মতো বিস্ফোরক খেলোয়াড় রয়েছে। একই সময়ে, ইশান্ত শর্মা এবং মুকেশ কুমার এখন এনরিক নরখিয়া এবং লুঙ্গি এনগিদির সঙ্গে বোলিংয়ের শক্তিকে বৃদ্ধি করবেন। এই নিলামের পরে দিল্লির পার্সে এখনও ব্যালেন্স রয়েছে ৪.৪৫ কোটি টাকা। মোট প্লেয়ার স্লটে এখনও ৩ জন খেলোয়াড় উপলব্ধ রয়েছে দিল্লির।
আরও পড়ুন… IPL 2023 PBKS Players List: রেকর্ড ১৮.৫০ কোটিতে স্যাম কারানকে কিনেও পার্সে ১২.২০ কোটি বাঁচাল পঞ্জাব
দেখে নেওয়া যাক মিনি নিলাম হওয়ার পরে দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ কী ভাবে সেজে উঠতে পারে। দেখে নিন দিল্লি ক্যাপিটলসের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, ঋষভ পন্ত (অধিনায়ক/উইকেটরক্ষক), রিলি রসউ, মণীশ পান্ডে, ফিল সল্ট, মিচেল মার্শ, কুলদীপ যাদব, মুকেশ কুমার, খলিল আহমেদ, এনরিখ নরকিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।