আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে সব থেকে কম বলে সেঞ্চুরি করা তারকা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে খেলা ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিলেন আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন।
দেশের জার্সি কেন তুলে রাখছেন, তার কারণটাও স্পষ্ট করে দিয়েছেন ৩৮ বছর বয়সী আইরিশ কিংবদন্তি। কোনও লুকোছাপা না করেই তিনি জানান, তাঁর ইচ্ছা ছিল এবছর অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে গতবছর টি-২০ বিশ্বকাপের পর থেকেই তিনি আর জাতীয় দলে সুযোগ পাননি। তাই তাঁর মনে হয়েছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা আর তাঁর কথা ভাবছেন না। সেকারণেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামেন কেভিন। ১৬ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি দেশের হয়ে ৩টি টেস্ট, ১৫৩টি ওয়ান ডে ও ১১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ২৫৮ রান সংগ্রহ করেছেন তিনি। ওয়ান ডে ক্রিকেটে ৩৬১৯ রান করার পাশাপাশি ১১৪টি উইকেট নিয়েছেন তারকা অল-রাউন্ডার। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কেভিন ১৯৭৩ রান সংগ্রহ করেছেন ও উইকেট নিয়েছেন ৫৮টি। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরি করেছেন ও'ব্রায়েন।
কেভিন ও'ব্রায়েনের কৃতিত্ব:-১. সব থেকে কম বলে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে সেঞ্চুরির করার রেকর্ড রয়েছে কেভিনের নামে। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫০ বলে শতরান করেন তিনি।
২. প্রথম ও এখনও পর্যন্ত আয়ারল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট সেঞ্চুরি করেছেন ও'ব্রায়েন। ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করেন তিনি।
৩. আয়ারল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি রয়েছে ও'ব্রায়েনের।
৪. ২০১৩ সালে আইসিসির সহযোগী দেশের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কেভিন।
৫. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক কেভিন।
আরও পড়ুন:- IRE vs AFG: ব্যাটে-বলে রশিদের জলবা, ১১ ওভারের ম্যাচে দুর্দান্ত জয় আফগানিস্তানের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।