অবশেষে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেন করেন বিরাট কোহলি। ভক্তরা আশা করেছিলেন, এ দিন কোহলির ব্যাট সব কথা বলবে। যাবতীয় সমালোচনার জবাব দেবে। বড় রানের ইনিংস গড়ে দেখিয়ে দেবে, এখনও কিং কোহলি ফুরিয়ে যাননি। কিন্তু কোথায় কী! ফের ব্যর্থ কোহলি। তিনি সকলকে হতাশ করলেন আরও একবার।
মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে রান তাড়া করতে নেমে ফের মুখ থুবড়ে পড়েন কোহলি। ১০ বলে ৯ রান করে প্রসিধ কৃষ্ণের বলে সাজঘরে ফেরেন তিনি। কোহলি আউট হওয়ায় মুষড়ে পড়েছেন তাঁর ভক্তরা। তার উপর আবার আউট হয়ে সাজঘরে ফেরার সময়ে কোহলিকে হাসতে দেখে, আগুনে যেন ঘি পড়ে। কোহলির এই কাণ্ডে তেলেবেগুনে জ্বলছে নেটপাড়া। রাগে রীতিমতো নেটিজেনরা ফুঁসছেন। কেউ আবার কটাক্ষ করছেন।
এ দিন টসে জিতে রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাট করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। ব্যাট করতে নেমে শুরুতে একেবারে ল্যাজেগোবরে হয় রাজস্থানের ব্যাটাররা। ব্যাটিং বিপর্যয়ের জেরে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল রাজস্থান।
আরও পড়ুন: সামনে লাফিয়ে পাল্টি খেয়ে ক্যাচ নিলেন কোহলি, ভিডিয়ো না দেখলে মিস করবেন
জোস বাটলার ৮ (৯ বলে), দেবদূত পাডিক্কালের ৭ (৭ বলে) উইকেট পরপর হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। তাও অশ্বিন ৯ বলে ১৭, অধিনায়ক সঞ্জু স্যামসন ২১ বলে ২৭ করে কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরাও বড় রানের ইনিংস খেলতে পারেননি। একমাত্র রিয়ান পরাগ ৩১ বলে অপরাজিত ৫৬ রান করেন। রিয়ানের হাত ধরে রাজস্থানের স্কোর পৌঁছয় ১৪৪ রানে। তারা ৮ উইকেট হারিয়ে এই রান করে। মহম্মদ সিরাজ, জস হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন হার্ষাল প্যাটেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।