সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল মুম্বই ইন্ডিয়ান্স। তবে মুম্বই যাবে কিনা, তা নির্ভর করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট টাইটানস ম্যাচের উপর। কারণ আপাতত প্লে-অফের চতুর্থ জায়গা নিয়ে বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যেই লড়াই হচ্ছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে রবিবার রাতের পর বিরাট বা রোহিতের মধ্যে কেউ একজনের আইপিএল জয়ের স্বপ্ন বজায় থাকবে। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালসের একটি টুইট। যে দল মুম্বইয়ের জয়ের ফলে আইপিএল থেকে ছিটকে গিয়েছে।
আইপিএলের প্লে-অফের চতুর্থ দলের সমীকরণ
সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের পর ১৪ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট দাঁড়িয়েছে ১৬। নেট রানরেট -০.০৪৪। সেখানে ১৩ ম্যাচে ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৪। নেট রানরেট +০.১৮০। সেই পরিস্থিতিতে কোন অঙ্কে কোন দল প্লে-অফের টিকিট পাবে, তা দেখে নিন -
১) ব্যাঙ্গালোরের জয়: প্লে-অফের টিকিট পেয়ে যাবেন বিরাটরা। কারণ সেক্ষেত্রে বিরাটদের পয়েন্ট হবে ১৬। আর বিরাটদের নেট রানরেট যেহেতু ভালো, তাই চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠে যাবে।
২) গুজরাটের জয়: মুম্বইয়ের হাত ধরে ক্রিকেটে পরিচিতি পেয়েছেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বই চাইবে যে আজ ব্যাঙ্গালোরকে হারিয়ে যেন গুরুদক্ষিণা দেন তিনি। কারণ গুজরাট জিতলেই প্লে-অফে উঠে যাবে মুম্বই।
আরও পড়ুন: MI vs SRH: আসল সময় জ্বলে উঠলেন ১৭.৫ কোটির তারকা, ৪৭ বলে সেঞ্চুরি করে MI-কে টিকিয়ে রাখলেন IPL-এ
৩) ম্যাচ ভেস্তে গেলে কী হবে? যদি ব্যাঙ্গালোর এবং গুজরাটের ম্যাচ ভেস্তে যায়, তাহলে দু'দলই এক পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে ব্যাঙ্গালোরের পয়েন্ট হবে ১৫। তাই মুম্বই প্লে-অফে উঠে যাবে।
রাজস্থানের ভাইরাল টুইট
আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য মুম্বইয়ের বিরুদ্ধে সানরাইজার্সের জয়ের প্রার্থনা করছিল রাজস্থান। ১৪ ম্যাচের শেষে যে দলের ঝুলিতে ছিল ১৪ পয়েন্ট। নেট রানরেট ছিল +০.১৪৮। কিন্তু রাজস্থানের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বই জিতে যাওয়ায় আইপিএল থেকে ছিটকে গিয়েছে রাজস্থান। তারপর আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’-র একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। যেখানে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পেয়ে চলে যাচ্ছেন সিনেমার হিরো ‘র্যাঞ্চো’। আর সেই ‘র্যাঞ্চো’-র সঙ্গে নিজেদের তুলনা করেছে রাজস্থান।
আরও পড়ুন: RCB vs GT Live: চিন্নাস্বামীতে টস জিতলেন হার্দিক, আরসিবির বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই লড়াইয়ে গুজরাট
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।