চেন্নাই সুপার কিংসের মাথিশা পাথিরানা, দীপক চাহার, তুষার দেশপাণ্ডেদের আগুনে বোলিংয়ের সামনে কার্যত ধসে গেল মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটারদের রক্ষণ। প্রথম তিন ব্যাটার ক্যামেরন গ্রিন, ইশান কিষাণ, রোহিত শর্মার সংগ্রহ যথাক্রমে ৬, ৭, ০। দলের ১৪ রানে ৩ উইকেট হারিয়ে মুম্বইয়ের অবস্থা যখন শোচনীয়, সেই সময়ে দলের হাল ধরেন নেহাল ওয়াধেরা। তিনিই মুম্বইয়ের একমাত্র প্লেয়ার, যিনি এ দিন হাফসেঞ্চুরি করেছেন। তাঁর রানের সৌজন্যে কষ্ট করে হলেও মুম্বই ১৩৯ রান করতে পেরেছে। তবু ওয়াধেরা এ দিন আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন।
আরও পড়ুন: আমি খারাপ কিছুই বলিনি- নিজের দোষ ঢাকতে BCCI- কে লম্বা চিঠি কোহলির- রিপোর্ট
নেহাল ওয়াধেরা এ দিন ৪৬ বলে পঞ্চাশ রান করেছেন। তাঁর এই ৪৬ বলের ৫০ রান আইপিএলের ইতিহাসে একজন আনক্যাপড প্লেয়ারের সর্বকালের মন্থর হাফসেঞ্চুরি। মুম্বইয়ের একমাত্র প্লেয়ার, যিনি সিএসকে-র বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছেন, তাঁর গায়েই এদিন জুড়ে গেল লজ্জার নজিরের ছাপটা।
যদিও নেহালের কিছুই করার ছিল না। কারণ তিনি এক দিকে উইকেট আগলে রাখার চেষ্টা করেছিলেন। অন্য দিকে উইকেট পড়ে চলেছিল। তাই তিনি হাত খুলে খেলতেও পারেননি। একমাত্র সূর্যকুমার যাদব কিছুটা সঙ্গে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটাও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২২ বলে ২৬ করে রবীন্দ্র জাদেজার বলে সূর্য বোল্ড হয়ে যান। এর পর ৫১ বলে ৬৪ করে পাথিরানার বলে বোল্ড হয়ে যান নেহাল। সূর্য এবং ওয়াধেরা ছাড়া ত্রিস্তান স্টাবস ২১ বলে ২০ করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন: দিল্লিতে রাতের রাস্তায় হেনস্থার শিকার KKR অধিনায়কের স্ত্রী, চাপে পড়ে ব্যবস্থা নিল পুলিশ, গ্রেফতার এক
চিপকে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। তাঁর সিদ্ধান্ত যে কতটা ঠিক ছিল, সেটা বোঝা গেল মুম্বইয়ের ব্যাটিং ব্যর্থতা দেখে। ১৪ রানে তিন উইকেট থেকে সূর্যকুমার এবং ওয়াধেরা মিলে ৫৫ রানের পার্টনারশিপ করেন। যা কিছুটা অক্সিজেন হয় পুরো দলের। তবে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানই করতে পারে রোহিত শর্মা ব্রিগেড। চেন্নাইয়ের মাথিশা পাথিরানা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন দীপক চাহার এবং তুষার দেশপাণ্ডে। একটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।