Hindustan Times
Bangla

থ্রিলার ঘরানার ছবি বা সিরিজ পছন্দ করেন? তাহলে রেইড ২ ছবিটি মুক্তির আগে দেখতে পারেন এই ৭ বলিউডি ছবি। 

বরুণ ধাওয়ানের বদলাপুরকে অবশ্যই রাখতে পারেন এই তালিকায়। 

দৃশ্যম ছবিটিকে কি আর বাদ দেওয়া যায় থ্রিলার ছবি ভালোবাসলে? অজয়ের এই ছবিটিও রেইড ২ মুক্তির আগে দেখতে পারেন। 

অক্ষয় কুমার অভিনীত স্পেশ্যাল ২৬ সিনেমাটিও থাকবে এই তালিকায়। 

আমির খানের তালাশ ছবিটিও থাকতে পারে এই তালিকায়। 

কুখ্যাত সিরিয়াল কিলার রমন রাঘবের উপর নির্মিত একই নামের ছবিকে রাখতে পারেন এই তালিকায়। 

আন্ধাধুন ছবিটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। মুখ্য ভূমিকায় আছেন আয়ুষ্মান খুরানা। 

বিদ্যা বালানের কাহানি ছবিটিও একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার।