বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 Review: ইতিবাচক দিক হাতেগোনা, ব্যর্থতার কারণ দীর্ঘ, দিল্লি ক্যাপিটালসের ভুলে ভরা মরশুমের ময়নাতদন্তে চোখ রাখুন
পরবর্তী খবর
IPL 2023 Review: ইতিবাচক দিক হাতেগোনা, ব্যর্থতার কারণ দীর্ঘ, দিল্লি ক্যাপিটালসের ভুলে ভরা মরশুমের ময়নাতদন্তে চোখ রাখুন
2 মিনিটে পড়ুন Updated: 03 Jun 2023, 11:48 AM ISTAbhisake Koley
IPL 2023-এ দিল্লি ক্যাপিটালসের বোলিং তুলনামূলক ভালো হলেও ব্যাটিং ইউনিট চূড়ান্ত ব্যর্থ। দলের ভরাডুবির জন্য দায় এড়াতে পারেন না পৃথ্বী শ-রা।
ডেভিড ওয়ার্নার। ছবি- বিসিসিআই।
শুরু থেকে ১৬টি মরশুমে মাঠে নেমে আইপিএলের ট্রফি এখনও অধরা দিল্লি ক্যাপিটালসের। আরও একটি ব্যর্থ মরশুম কাটল দিল্লির। সারা টুর্নামেন্টে ক্যাপিটালসের পারফর্ম্যান্সে ইতিবাচক দিক নিতান্ত হাতেগোনা। বরং ব্যর্থতার কারণ খুঁজতে গেলে তালিকা দীর্ঘ হয়ে দাঁড়াবে নিশ্চিত। এবছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সার্বিক পারফর্ম্যান্সে চোখ রাখা যাক।
লিগ টেবিলে অবস্থান:-নিজেদের ১৪টি লিগ ম্যাচের মধ্যে দিল্লি ক্যাপিটালস ৫টি ম্যাচে জয় তুলে নেয়। পরাজিত হয় ৯টি ম্যাচে। ১০ পয়েন্ট নিয়ে দিল্লি আইপিএল ২০২৩ অভিযান শেষ করে ১০ দলের মধ্যে ৯ নম্বরে থেকে।
ইতিবাচক দিক:-১. ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের ধারাবাহিকতা এবছর দিল্লি ক্যাপিটালসের পারফর্ম্যান্সের সব থেকে ইতিবাচক দিক। ওয়ার্নার ১৪টি ইনিংসে ৩৬.৮৫ গড়ে ৫১৬ রান সংগ্রহ করেন। হাফ-সেঞ্চুরি করেন ৬টি।
২. অল-রাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলের পরিণত ক্রিকেট উপহার দেওয়া দিল্লিকে পরের মরশুমের জন্য আশাবাদী করতে পারে। অক্ষর ব্যাট হাতে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৮৩ রান সংগ্রহ করেন। বল হাতেও দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১টি উইকেট নেন তিনি।
৩. দিল্লির বোলিং বিভাগ তুলনামূলকভাবে ভালো পারফর্ম্যান্স উপহার দিয়েছে। আইপিএল ২০২৩-তে দিল্লি মোট ১২ জন বোলার ব্যবহার করে। উইকেট পেয়েছেন সবাই। বোলিং ইউনিট হিসেবে সকলে মিলে দলের পারফর্ম্যান্সে অবদান রেখেছেন।
ব্যর্থতার কারণ:-১. টুর্নামেন্ট চলাকালীন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন যে, বোলিং নিয়ে অসুবিধা নেই, তাঁদের সমস্যা ব্যাটিং নিয়ে। ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই যে দিল্লিকে একের পর এক ম্যাচ হারতে হয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। দিল্লির ব্যাটিং কত খারাপ হয়েছে, সেটা বোঝা যায় পরিসংখ্যানে চোখ রাখলেই। ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেল ছাড়া টুর্নামেন্টে বলার মতো রান সংগ্রহ করতে পারেননি আর কেউই।
২. ডেভিড ওয়ার্নার ৫০০-র বেশি রান সংগ্রহ করলেও তাঁর স্ট্রাইক-রেট নিয়ে প্রশ্ন ওঠে। টপ অর্ডারে মারকাটারি ব্যাটিং করতে পারেননি তিনি। টুর্নামেন্টের শেষের দিকে অবশ্য কিছুটা হলেও আগ্রাসী রূপ ধারণ করেন ওয়ার্নার। ডেভিড ৩৯২টি বল খেলে মাত্র ১০টি ছক্কা মেরেছেন। তাঁর স্ট্রাইক-রেট ১৩১.৬৩। দিল্লি দলনায়ককে কার্যত অ্যাঙ্করের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।