প্রতিজ্ঞা করেছিলেন। দেখেছিলেন স্বপ্ন। আইপিএল অভিষেকে স্নায়ুচাপ সামলে সেই প্রতিজ্ঞা পূরণ করলেন রাজস্থান রয়্যালস নয়া প্রতিভা কুলদীপ সেন। মার্কাস স্টইনিসকে রুখে দিয়ে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে নিজের দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন ২৫ বছরের ছেলে।
আরও পড়ুন: IPL 2022: কেন শেষ ওভারে কুলদীপ সেন? ব্যাখ্যা দিলেন RR অধিনায়ক
তবে কুলদীপের যাত্রাপথটা এতটা সহজ ছিল। ১৯৯৬ সালের ২২ অক্টোবর মধ্যপ্রদেশের রেওয়ায় জন্মগ্রহণ করেন। পরিবারের তৃতীয় সন্তান ছিলেন। ছিল চার ভাইবোন। বাবা ছিলেন নাপিত। পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে ছেলেবেলায় তাঁকে ক্রিকেট খেলার স্বপ্ন দেখা বন্ধ করতে বলেছিলেন অনেকেই। কিন্তু হাল ছাড়েননি কুলদীপ। আট বছরে যে খেলার প্রেমে পড়েন, সেই ক্রিকেট ঘিরেই যাবতীয় স্বপ্ন দেখতে থাকেন। সঙ্গী বলতে ছিল প্রতিভা। সেই প্রতিভার কারণে অ্যাকাডেমিতে কোনও টাকা না দিয়েই খেলার সুযোগ পেয়েছিলেন।
সেই কণ্টকপূর্ণ পথ অতিক্রম করেই ২০১৮ সালে মধ্যপ্রদেশের রঞ্জি দলে সুযোগ পান। প্রথম ম্যাচে কোনও উইকেট না পেলেও ১৪ ওভারে বল করে মাত্র ২৪ রান দিয়েছিলেন। শেষপর্যন্ত অভিষেক মরশুমে ২৫ টি উইকেট নিয়েছিলেন। পঞ্জাবের বিরুদ্ধে এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন। দ্য স্পোর্টসস্টার মধ্যপ্রদেশের প্রাক্তন অধিনায়ক দেবেন্দ্র বুন্দেলা বলেন, 'ও অত্যন্ত প্রতিভাবান মিডিয়াম পেসার। ২০১৮ সালে রঞ্জি ট্রফিতে সুযোগ পেল। ওকে জুনিয়র পর্যায়ে দেখেছিলাম। ওর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন সবাই।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।