আইপিএল ফাইনালে ধারাভাষ্য দেওয়ার জন্য ট্রোলের মুখে পড়লেন আমির খান। বলিউডের ‘পারফেকশনিস্ট’-র ধারাভাষ্যের ধরণ নিয়ে নেটিজেনদের একাংশ রীতিমতো মজা শুরু করে দিয়েছেন। একজন বলেন, ‘আমির খানের ধারাভাষ্য আটকে আছে তিনটি শব্দে - হুম, আচ্ছা, ঠিক আছে।’
রবিবার আইপিএলের ফাইনালে আমিরের সিনেমা ‘লাল চাড্ডা সিং’-র ট্রেলার রিলিজ করা হয়েছে। সেই সিনেমার প্রচারের অঙ্গ হিসেবে আইপিএলের ফাইনালে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছেন আমির। তবে ধারাভাষ্যের ভঙ্গিমার জন্য নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছেন বলিউডের ‘পারফেকশনিস্ট’।
(IPL 2022 Final GT vs RR-র লাইভ আপডেট দেখুন এখানে)
একটি ছবি পোস্ট করে এক নেটিজেন লেখেন, ‘কমেন্ট্রি বক্সে আমির খানের পুরো ধারাভাষ্য আটকে আছে তিনটি শব্দে - হুম, আচ্ছা, ঠিক আছে।’ অপর একজন বলেন, 'আমির খান বড্ড তু (তুই) এবং আপের (আপনি) মধ্যে ঘেঁটে যাচ্ছেন। তাঁর কথা শুনুন। সত্যিই মজা পাবেন। গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালসকে শুভেচ্ছা।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।