৬ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরে বসে রয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের নিয়ে চলছে কাটাছেঁড়া। চেন্নাইয়ের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। এই পরিস্থিতিতে সিএসকে-র দল গঠন নিয়ে প্রশ্ন তুলে দিলেন আকাশ চোপড়াও। তিনি দাবি করেছেন, স্কোয়াডে ডোয়েন প্রিটোরিয়াস থাকতে, ক্রিস জর্ডনকে কেন খেলানো হচ্ছে?
আকাশ চোপড়া দাবি করেছেন, ‘বেশ কয়েক বার আগেই বলেছি…আরও একবার বলব, #CSK-এর অবশ্যই জর্ডনের বদলে প্রিটোরিয়াসকে খেলানো উচিত।’
রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে ভরসা করে গুরুত্বপূর্ণ ১৮তম ওভারে ক্রিস জর্ডনের হাত বল তুলে দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। তখন ১৮ বলে গুজরাট টাইটানসের প্রয়োজন ৪৮ রান। ১৭ ওভার শেষে টাইটানসের রান ছিল ৫ উইকেটে ১২২। ক্রিজে তখন ডেভিড মিলার এবং রশিদ খান।
আরও পড়ুন: বিধ্বংসী মিলার, দুরন্ত রশিদ, জেতা ম্যাচ জর্ডনের জন্য হারল চেন্নাই
জর্ডন ১৮তম ওভারে বল করতে এলে প্রথমেই তাঁক ছক্কা হাঁকান রশিদ। এর পর ৬-৪-৬-১-২- ওই ওভার থেকে রান সংগ্রহ করে টাইটানস। হয় মোট ২৫ রান। আর এই ওভারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। গুজরাট টাইটানস এক লাফে ১২২ থেকে ১৮ ওভার শেষে করে ফেলে ৫ উইকেটে ১৪৭ রান। জয়ের লক্ষ্যের কাছেই কার্যত পৌঁছে যায় তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।