শনিবার হঠাৎ করেই আলোড়ন ফেলে দিলেন আম্বাতি রাইডুুু। তবে ব্যাট হাতে পারফরম্যান্স করে নয়। বরং প্রথমে তাঁর একটি টুইট করা এবং সেটা পরে মুছে ফেলা নিয়েই নেটপাড়ায় ঝড় বয়ে চলেছে। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয়েছে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনকে।
আসলে শনিবার হঠাৎ-ই অবসর ঘোষণা করে একটি টুইট করেন অম্বাতি রাইডু। সেখানে তিনি লেখেছেন, ‘জানাতে পেরে ভালো লাগছে যে এটাই আমার শেষ আইপিএল হতে চলেছে। আইপিএলে দারুণ সময় কেটেছে। দু'টি বড় দলের হয়ে ১৩ বছর কাটিয়েছি। এই জার্নির জন্য মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।’

এই টুইট করার কিছুক্ষণের মধ্যেই, সেটা ডিলিট করে দেন রাইডু। এই ঘটনায় ক্রিকেট মহলের বিভ্রান্তি আরও বাড়ে। অবসরের ঘোষণা করে সংশ্লিষ্ট ক্রিকেটার তা ডিলিট করে দিচ্ছেন, এমন দৃষ্টান্ত নজিরবিহীন।
এই নিয়ে আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে চলেছে। ক্রিকেট সমর্থকেরা রাইডুকে নিয়ে যথেচ্ছ মিম তো বটেই, হাসি-ঠাট্টাও করে চলেছেন।
এই পরিস্থিতিতে সিএসকে সিইও কাশি বিশ্বনাথন মুখ খুলতে বাধ্য হয়েছেন। তিনি জানিয়েছেন, রাইডু মোটেই অবসর নিচ্ছেন না। নিউজ নাইনকে সিএসকে সিইও জানান, ‘না, ও অবসর নিচ্ছে না। হয়তো নিজের পারফরম্যান্সে ও খুশি নয়। তাই হয়তো এই ধরনের টুইট করে ফেলেছে। স্রেফ মানসিক কারণ। আমার ধারণা, ও আমাদের সঙ্গেই থাকবে।’
আইপিএলের ধারাবাহিক পারফর্মার রাইডু। মোট ১৮৭টি ম্যাচে অংশ নিয়েছেন। ২৯.২৮ গড়ে করেছেন ৪১৮৭ রান। এমন কী এই বছরেও রাইডু দলের অন্যতম সেরা রান সংগ্রাহক। যদিও চেন্নাই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে রাইডুর ফর্ম নজর এড়ায়নি কারও। ১২ ম্যাচে ২৭.১০ গড়ে ২৭১ রান করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রাইডু ২৭.১৬ গড়ে ২৪১৬ রান করেছেন। হাফসেঞ্চুরি করেছেন ১৪টি। সেই তুলনায় রাইডু সিএসকের জার্সিতে করেছেন ৩২.৮০ গড়ে ১৭৭১ রান। হলুদ জার্সিতে ৮টি হাফসেঞ্চুরি করার পাশাপাশি একটি শতরানও রয়েছে তাঁর নামে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।