২৪ ঘন্টা আগেও তিনি জানতেন না আইপএলে কোনও দলে সুযোগ পাবেন কিনা। কেউ আগ্রহ প্রকাশ করবে কল্পনাও করতে পারেননি বাংলা দলের পেসার মুকেশ কুমার। এবারের আইপিএলের মিনি নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস ৫.৫ কোটি টাকায় মুকেশ কুমারকে কিনে নিয়েছে। স্বাভাবিকভাবেই খুশি বঙ্গ এই পেসার।
বাংলা দলের নিয়মিত সদস্য মুকেশ। সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সও করেছেন তিনি। মুকেশের দল পাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি বঙ্গ ক্রিকেট মহলও। এই প্রথম নয়, দিল্লির সংসারে ছিলেন মুকেশ। নেট বোলার হিসাবে কাজও করেছেন তিনি। এখন অনেকটাই পরিণত। ফের দিল্লির সংসারে ফিরে খুশি মুকেশ। বঙ্গ এই পেসার বলেছেন, 'বিহার থেকে কলকাতার রাস্তাটা একেবারেই মসৃণ ছিল না। অনেক কষ্ট করতে হয়েছে। আজ পরিশ্রমের ফল পেলাম। গত কয়েক মরশুম ধরেই কঠোর পরিশ্রম করছিলাম। এখন সত্যি খুব অনন্দ হচ্ছে। বলতে গেলে দিল্লিতে যাওয়ার ব্যাপারে ক্ষীণ আশা আমার ছিলই। তবে এই বছর দিল্লিতে নেট বোলার হিসাবেও প্র্যাকটিস ম্যাচে আমি খুব ভালো পারফরম্যান্স করেছিলাম। সেখান থেকেই আত্মবিশ্বাস পেয়েছিলাম এই দলে খেলার ব্যাপারে।'
আরও পড়ুন:- KKR IPL Auction 2023 Review: শাকিব-জগদীশনে মহালাভ, তবে IPL নিলামের পরেও অস্বস্তি KKR-র, দেখুন সম্ভাব্য একাদশ
দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেলেও মন খারাপ মুকেশের। বাবা কাশিনাথ সিংয়ের কথা মনে পড়ছে এই বঙ্গ পেসারের। বাবা ৫০ বছরেরও বেশি সময় ধরে কলকাতায় কাজ করেছেন। উনি গর্ব বোধ করেন, আমি বাংলার হয়ে খেলি বলে। তবে এই দিনটা দেখে যেতে পারলে খুব আনন্দ পেতেন তিনি। এত আনন্দর মধ্যে বাবার কথা মনে পড়ছে। এখন এটাই টার্গেট থাকবে, দিল্লি দলে ভালো পারফম্যান্স করে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার। আপাতত দিল্লি নিয়ে ভাবছি। নিজেকে প্রমাণ করতে হবে।'
দিল্লিতে সুযোগ পেয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সিএবিকে কৃতজ্ঞা জানাতে ভোলেননি মুকেশ। তিনি বলেছেন, 'দিল্লিতে সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞতা জানাব ভিশন ২০২০, বাংলা দল ও সিএবি-কে। সিএবি সবসময় আমার পাশে ছিল। সেই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় স্যারকে বিরাট ধন্যবাদ জানাই। আমাকে উনি সবসময় সমর্থন করেছেন। রণদেব স্যারের কথাও আলাদা করে বলতে হবে। তবে ভিশন ২০২০ আমার জীবনের টার্নিং পয়েন্ট।'
আরও পড়ুন:- IPL 2023 Auction: নিলামে দল পেলেন ভারতের ৪২ জন ঘরোয়া ক্রিকেটার, দেখুন কত দামে কোন দলে যোগ দিলেন তাঁরা
প্রসঙ্গত এই ভিশন ২০২০ থেকেই বাংলার কর্তাদের নজরে এসেছিলেন মুকেশ। সেখান থেকেই বাংলা দলে সুযোগ পেয়েছেন এই পেসার। এই মুহুর্তে মুকেশ এনসিএতে রিহ্যাবে রয়েছেন। কারণ বাংলাদেশ এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন মুকেশ। তাই বেঙ্গালুরুতে রয়েছেন তিনি। এই জন্যই বাংলার রঞ্জি ট্রফিরপ্রথম দুই ম্যাচে খেলেননি মুকেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।