ব্যাট হাতে একা নিকোলাস পুরান লড়াই চালালেন। বাকিরা পুরোপুরি ব্যর্থ। জয়ের জন্য ২০২ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামলে ইনিংসের শুরুটা যে রকম হওয়া দরকার, কোনওভাবেই সেরকম দাপুটে ব্যাটিং করতে পারেনি কিংস ইলেভেন পঞ্জাব। ফলে আইপিএলে ২০২০-র আরও একটা ম্যাচে কার্যত আত্মসমর্পণ করতে হয় লোকেশ রাহুলদের। সানরাইজার্স হায়দরাবাদের কাছে কিংস ইলেভেন হার মানে ৬৯ রানের বিশাল ব্যবধানে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ১৬.৫ ওভারে অল-আউট হয়ে যায় ১৩২ রানে।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।