ব্যাটিং বিভাগ অত্যন্ত ভালো। যদিও সার্বিকভাবে দল হিসাবে সফল হওয়ার ফর্মুলা এখনও অধরা কিংস ইলেভেন পঞ্জাবের। ফলে নেট রানরেট অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও চলতি আইপিএলে পয়েন্ট টেবিলের একেবারে শেষে পড়ে রয়েছেন লোকেশ রাহুলরা।
অন্যদিকে টুর্নামেন্টে ধারাবাহিকতার খোঁজে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। আপাতত ডেভিড ওয়ার্নারা রয়েছেন লিগ টেবিলের ৬ নম্বরে। একটা জয়ই যে ছবিটা বদলে দিতে পারে, সেটা বোঝে উভয় শিবিরই। এখন দেখার যে, দুবাইয়ে মুখোমুখি সাক্ষাতে কোন দল প্রতিপক্ষকে টেক্কা দেয়।
এক নজরে দেখে নেওয়া যাক কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পঞ্জাবের আইপিএল মহারণ। জেনে নেওয়া যাক কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার এবং কোথায় পাবেন লাইভ আপডেট।
আইপিএল সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট পাওয়া যাবে হিন্দুস্তান টাইমস বাংলায়। লাইভ স্কোর, ম্যাচের সূচি, ফলাফল, বিশ্লেষণ ও তথ্য-পরিসংখ্যানে চোখ রাখতে ক্লিক করুন এখানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।