এশিয়া কাপের আগে জিম্বাবোয়ে সফরের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত প্রথম সারির বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়েছে। তবে ভারতীয় স্কোয়াডে জৌলুসের অভাব নেই। লোকেশ রাহুলর নেতৃত্বে ভারতের তরুণ তুর্কিরা রং ছড়াতে প্রস্তুত। ভারতীয় দল ইতিমধ্যেই রওনা দিয়েছে জিম্বাবোয়ের উদ্দেশ্যে। চোখ রাখা যাক ভারত-জিম্বাবোয়ে সিরিজের খুঁটিনাটি তথ্যে।
জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের ওয়ান ডে স্কোয়াড: লোকশ রাহুল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান (ভাইস ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও দীপক চাহার।
জিম্বাবোয়ের ওয়ান ডে স্কোয়াড: রায়ান বার্ল, রেগিস চাকাবভা (ক্যাপ্টেন), তানাকা শিবাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, লিউক জংউই, ইনোসেন্ট কাইয়া, তাকু কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানশে মারুমানি, জন মাসারা, টনি মুনিওঙ্গা, রিচার্ড নগারাভা, ভিক্তন নিয়াউচি, সিকন্দর রাজা, মিল্টন শুমবা ও ডোনাল্ড তিরিপানো।
ভারত বনাম জিম্বাবোয়ে ওয়ান ডে সিরিজের সূচি:১৮ অগস্ট (বৃহস্পতিবার): প্রথম একদিনের ম্যাচ (হারারে স্পোর্টস ক্লাব)।২০ অগস্ট (শনিবার): দ্বিতীয় একদিনের ম্যাচ (হারারে স্পোর্টস ক্লাব)।২২ অগস্ট (সোমবার): তৃতীয় একদিনের ম্যাচ (হারারে স্পোর্টস ক্লাব)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ ১২টা ১৫ মিনিটে।
কোন চ্যানেলে দেখা যাবে খেলা: ভারতে টিম ইন্ডিয়ার জিম্বাবোয়ে সফরের তিনটি ওয়ান ডে ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং: Soni Liv অ্যাপ ও ওয়েব সাইটে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।