IND W vs BAN W 3rd T20I Live Score: ১৮.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেল বাংলাদেশ। প্রথমে নির্ধিরত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছিল ভারত। জবাবে ১৯তম ওভারেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এরফলে সিরিজ ২-১ করল বাংলাদেশের মেয়েরা।
চার উইকেটে ম্য়াচ জিতল বাংলাদেশ (ছবি-টুইটার)
রাশির একটা ওভারেই বদলে গেল ম্যাচের ভাগ্য। ১৮তম ওভারে ১৪ রান দিলেন রাশি। ম্যাচ সেখান থেকেই ঘুরিয়ে দিল বাংলাদেশ। তারপরের ওভারেই ম্যাচ জিতল বাংলাদেশ।
এই ওভারে ১৪ রান দিয়ে ম্যাচ বাংলাদেশের ঝুলিতে দিয়ে দিলেন রাশি।
13 Jul 2023, 04:27 PM IST
১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৮/৬
দেবিকার এই ওভারে বদলে গেল ম্যাচের ছবি। ওভারের প্রথম দুই বলেই দুই উইকেট। ম্যাচের রাশ বাংলাদেশের থেকে নিজেদের হাতে তুলল হরমনরা।
13 Jul 2023, 04:25 PM IST
আউটটটট
আউট হলেন শামিমা সুতানা। ৪৬ বলে ৪২ রান করে রান আউট হলেন শামিমা।
13 Jul 2023, 04:22 PM IST
আউটটটটট
ম্যাচ জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪ বলে ১৮ রান। এই অবস্থায় ১৭তম ওভারের প্রথম বলেই দেবিকার বলে আউট হলেন সুলতানা খাতুন। বদলাতে শুরু করবে কি ম্যাচের ছবি?
13 Jul 2023, 04:20 PM IST
১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৪/৪
মিন্নু মানির এই ওভারে ৯ রান নিল বাংলাদেশ। শামিমা ৪৬ বলে ৪২ রান করে খেলছেন এবং সুলতানা ৭ বলে ১২ রান করে ক্রিজে রয়েছেন।
13 Jul 2023, 04:16 PM IST
১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭৬/৪
দীপ্তির এই ওভারে সাত রান নিল শামিমা-সুলতানা জুটি। ম্যাচ জিততে হলে বাংলাদেশকে ৩০ বলে ২৭ রান করতে হবে।
13 Jul 2023, 04:14 PM IST
লড়াই করছেন শামিমা
৪৩ বলে ৪০ রান করেছেন শামিমা। এখনও ক্রিজে থেকে বাংলাদেশের পক্ষ থেকে লড়াই চালাচ্ছেন তিনি।
13 Jul 2023, 04:13 PM IST
১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৯/৪
জেমিমা ২ ওভার বলে করে ৯ রান দিয়ে ১ উইকেট তুলে নিলেন। এখনও বাংলাদেশকে ৩৬ বলে ৩৪ রান করতে হবে।
13 Jul 2023, 04:11 PM IST
আউটটটটট
বোলিং আক্রমণে ফিরলেন জেমিমা। শোর্না আকতারকে ফেরালেন তিনি। এই ওভারে চার নিলেও একটি উইকেট হারাল বাংলাদেশ। শোর্না ৭ বলে ২ রান করেন।
13 Jul 2023, 04:06 PM IST
১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৫/৩
এই ওভারে দেবিকা একটি উইকেট পেলেন এবং মাত্র তিন রান খরচ করলেন। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৪২ বলে ৩৮ রান।
13 Jul 2023, 04:04 PM IST
আউটটটট
বড় সাফল্য পেল ভারত। নিগার সুলতানাকে ফেরালেন দেবিকা। ২০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরলেন নিগার। ১২.১ ওভারে বাংলাদেশের স্কোর ৬২/৩ রান।
13 Jul 2023, 04:02 PM IST
১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬২/২
বোলিং আক্রমণে এলেন জেমিমা। অভিজ্ঞতা কাজে লাগিয়ে বল করেও সাফল্য পেলেন না জেমিমা।
13 Jul 2023, 03:58 PM IST
১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৭/২
বাংলাদেশের জন্য দারুণ একটা ওভার। রাশির এই ওভারে ১১ রান নিল বাংলাদেশ। এই ওভারে শামিমা দুটো বাউন্ডারি হাঁকালেন।
13 Jul 2023, 03:55 PM IST
বাংলাদেশের দরকার ৫৭ রান
বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৬০ বলে ৫৭ রান। এখন দেখার হরমন কী প্ল্যানে ফিরে আসে।
13 Jul 2023, 03:52 PM IST
১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৬/২
দেবিকা বৈদ্যের এই ওভারে ৬ রান নিল বাংলাদেশ। শামিম ২৩ ও নিগার ৯ রান করে ক্রিজে রয়েছেন।
13 Jul 2023, 03:49 PM IST
৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪০/২
শামিমা ২৫ বলে ১৮ রান করে ক্রিজে রয়েছেন এবং নিগার ১৩ বলে ৮ রান করে খেলছেন।
13 Jul 2023, 03:46 PM IST
৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৬/২
দেবিকা বৈদ্য এই ওভারে চার রান খরচ করলেন। দারুণ ভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন শামিমা সুলতানা ও নিগার সুলতানা।
13 Jul 2023, 03:42 PM IST
৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩২/২
রাশি এই ওভারে চার রান দিলেন। বাংলাদেশের স্কো ৩২/২ রান। জিততে হলে বাংলাদেশের দরকার ৭৮ বলে ৭১ রান।
13 Jul 2023, 03:40 PM IST
শেষ পাওয়ার প্লে
ছয় নম্বর ওভারে ৯ রান নিল বাংলাদেশ। এই ওভারে মিন্নু মানি ওয়াইড বল করার পাশাপাশি বেশ কিছু রান দেন। পাওয়ার প্লের শেষ বাংলাদেশের স্কোর ২৮/২ রান।
13 Jul 2023, 03:35 PM IST
৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৯/২
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ওভারে মাত্র তিন রান দিলেন রাশি। এখন বাংলাদেশের ইনিংসকে সামলানোর চেষ্টা করছেন শামিমা ও নিগারা।
13 Jul 2023, 03:33 PM IST
৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৬/২
মিন্নু মানি দ্বিতীয় সাফল্য পেলেন। এই ওভারে তিনি তিন রান দিয়ে এক উইকেট শিকার করেন।
13 Jul 2023, 03:32 PM IST
আবার আউটটটটট
দিলারা আকতারকে ফেরালেন মিন্নু মানি। এবার দিলারাকে স্টাম্পড আউট করলেন তিনি। মিন্নুর বলে যস্তিকা দারুণ স্টাম্পড করেন।
13 Jul 2023, 03:28 PM IST
৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩/১
এই ওভারে দীপ্তি দিলেন মাত্র ১ রান। চাপ তৈরি করতে শুরু করেছে ভারত।
13 Jul 2023, 03:27 PM IST
২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২/১
২ ওভার শেষ বাংলাদেশের স্কোর ১২/১ রান। এই ওভারে মিন্নু নিলেন একটি উইকেট।
13 Jul 2023, 03:25 PM IST
আউট…
প্রথম সাফল্য পেলেন মিন্নু মানি। সাথী রানিকে ফেরালেন তিনি।
13 Jul 2023, 03:24 PM IST
বল হাতে শুরু করলেন দীপ্তি
প্রথম ওভারে দীপ্তি দিলেন পাঁচ রান।
13 Jul 2023, 03:07 PM IST
২০ ওভার শেষে ভারতের স্কোর ১০২/৯
দীপ্তি শর্মা ৬ বলে চার রান করে আউট হলেন। দেবিকা বৈদ্য ১ রান করেছিলেন।
13 Jul 2023, 03:05 PM IST
ফের আউট, এবার দীপ্তি
২০তম ওভারের শেষ বলে আউট হলেন দীপ্তি শর্মা।
13 Jul 2023, 03:04 PM IST
আউট মিন্নু
রাবেয়া খানের বলে ১ রান করে বোল্ড হলেন মিন্নু মানি।
13 Jul 2023, 03:03 PM IST
১০০ টপকাল ভারত
২০ তম ওভারে এসে ১০০টপকাল ভারত। ক্রিজে রয়েছেন মিন্নু ও দীপ্তি।
13 Jul 2023, 03:01 PM IST
১৯ ওভার শেষে ভারতের স্কোর ৯৮/৭
১৯তম ওভারে ২ উইকেট হারাল ভারত। এখন উইকেটে রয়েছেন দীপ্তি শর্মা ও মিন্নু মানি।
মাত্র দু রান করে সাজঘরে ফিরলেন পূজা। নাহিদা আকতারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
13 Jul 2023, 02:54 PM IST
১৮ ওভার শেষে ভারতের স্কোর ৯৫/৫
রাবেয়া খান আবারও একটা দারুণ ওভার উপহার দিলেন। মাত্র তিন রান দিয়ে তুলে নিলেন একটি উইকেট।
13 Jul 2023, 02:52 PM IST
ক্রিজে এলেন পূজা বস্ত্রকার
যস্তিকা আউট হতে মাঠে নামলেন পূজা বস্ত্রকার। বেশ চাপে রেখেছে বাংলাদেশ।
13 Jul 2023, 02:50 PM IST
আউট যস্তিকা
রাবেয়া খানের বলে LBW হলেন যস্তিকা। ৯৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারাল ভারত।
13 Jul 2023, 02:49 PM IST
১৭ ওভার শেষে ভারতের স্কোর ৯৩/৪
হরমনপ্রীত কৌর আউট হতেই মাঠে নেমেছেন আমানজোৎ কৌর। তবে ফাহিমা খাতুন দারুণ একটা স্পেল শেষ করলেন। ৪ ওভার শেষে ২৫ রান দিয়ে এক উইকেট নিলেন তিনি।
13 Jul 2023, 02:46 PM IST
আউট হরমন
ব্যাক্তিগত ৪০ রান করে আউট হলেন হরমনপ্রীত কৌর। ৪১ বলে ৪০ রান করলেন তিনি। ১টি ছক্কা ও তিনটি চার মারলেন। পরে ফাহামা খাতুনের বলে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
13 Jul 2023, 02:43 PM IST
১৬ ওভার শেষে ভারতের স্কোর ৯০/৩
দারুণ একটা ওভার করলেন রাবেয়া। মাত্র চার রান দিলেন তিনি।
13 Jul 2023, 02:41 PM IST
১৫ ওভার শেষে ভারতের স্কোর ৮৬/৩
ফাহিমা খাতুনের এই ওভারে ৬ রান নিল ভারত। হরমনপ্রীত ৩৮ বলে ৩৮ রান করে খেলছেন, যস্তিকা ৮ রান করে ক্রিজে রয়েছেন।
13 Jul 2023, 02:36 PM IST
১৪ ওভার শেষে ভারতের স্কোর ৮০/৩
শেষ হল বাংলাদেশের সফল বোলার সুলতানা খাতুনের চার ওভারের স্পেল। ১৭ রান দিয়ে দুই উইকেট শিকার করলেন তিনি। এই ওভারে তিনি খরচ করলেন ৫ রান।
13 Jul 2023, 02:31 PM IST
১৩ ওভার শেষে ভারতের স্কোর ৭৫/৩
চার মেরে খাতা খুললেন যস্তিকা ভাটিয়া। নাহিদা আকতারের বলে চার মারেন তিনি। এই ওভারে ভারত তুলল ১০ রান। দুটো চার হজম করলেন নাহিদা।
13 Jul 2023, 02:29 PM IST
১২ ওভার শেষে ভারতের স্কোর ৬৫/৩
হরমন-জেমিমা জুটি ভাঙতেই ভাতের উপর চাপ তৈরি শুরু করবে বাংলাদেশ। তবে হরমন ক্রিজে থাকায় সেই কাজটা সহজ হবে না।
13 Jul 2023, 02:28 PM IST
ভাঙল হরমন-জেমিমা জুটি
৪৯ বলে ৪৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন জেমিমা-হরমন। ফলে সফল একটি জুটি ভাঙল।
13 Jul 2023, 02:26 PM IST
আউট জেমিমা
শোর্না আকতারের বলে নিগারা সুলানার হাতে স্টাম্পড হলেন জেমিমা। ২৬ বলে ২৮ রান করে আউট হলেন তিনি।
13 Jul 2023, 02:22 PM IST
১১ ওভার শেষে ভারতের স্কোর ৫৯/২
রানে ব্রেক কষে দিল বাংলাদেশ। এই ওভারে মাত্র চার রান নিল ভারত।
13 Jul 2023, 02:16 PM IST
দশ ওভার শেষে ভারতের স্কোর ৫৫/২
রাবেয়া খানের এই ওভারে মাত্র পাঁচ রান নিতে পারল ভারত। এখনও পর্যন্ত ৩৮ বলে ৩৫ রানের পার্টনারশিপ গড়েছেন হরমন-জেমিমা জুটি।
13 Jul 2023, 02:12 PM IST
নয় ওভার শেষে ভারতের স্কোর ৫০/২
আবার একটি বড় ওভার। ভারত এই ওভারে ৯ রান তুলল। ফাহিমার এই ওভারে ছক্কা মারলেন হরমন। ৫০ টাচ করল ভারত।
13 Jul 2023, 02:11 PM IST
ম্যাচের প্রথম ছক্কা
এ দিনের ম্যাচের প্রথম ছক্কা মারলেন হরমনপ্রীত কৌর। ৮.৩ ওভারে ফাহিমা খাতুনের বলে লং অনের দিকে ছক্কা হাঁকান তিনি।
13 Jul 2023, 02:08 PM IST
আট ওভার শেষে ভারতের স্কোর ৪১/২
এই ওভারেও সাত রান নিল ভারত। জেমিমা ১৭ বলে ১৯ রান করেছেন, হরমন ১৫ বলে ১০ রান করে খেলছেন।
13 Jul 2023, 02:03 PM IST
সাত ওভার শেষে ভারতের স্কোর ৩৪/২
পাওয়ার প্লের পরে রানে গতি আনতে চাইছে ভারত। ফাহিমা খাতুনের এই ওভারে সাত রান নিলেন জেমিমা ও হরমন।
13 Jul 2023, 01:59 PM IST
IND W vs BAN W 3rd T20I Live Score: শেষ পাওয়ার প্লে
দারুণ একটা ওভার করলেন মারুফা। এই ওভারে তিনি দিলেন মাত্র ২ রান। এরফলে পাওয়ার প্লেতে ভারত তুলল ২৭/২ রান।
13 Jul 2023, 01:55 PM IST
IND W vs BAN W 3rd T20I Live Score: পঞ্চম ওভার শেষে ভারতের স্কোর ২৫/২
এই ওভারে মাত্র চার রান নিল ভারত। হরমনপ্রীত চার মারলেন নাহিদা আকতারকে।
13 Jul 2023, 01:52 PM IST
ক্রিজে জেমিমা ও হরমনপ্রীত
ভারতের দুই ওপেনার তাড়াতাড়ি আউট হয়ে যেতেই মাঠে নেমেছেন জেমিমা ও হরমনপ্রীত। এখন দেখার তারা কীভাবে ইনিংসকে সামাল দেন।
13 Jul 2023, 01:51 PM IST
চতুর্থ ওভার শেষে ভারতের স্কোর ২১/২
এই ওভারে মাত্র তিন রান খরচ করে শেফালির উইকেট তুলে নিলেন সুলতানা। বাংলাদেশের জন্য এটি একটি সফল ওভার।
13 Jul 2023, 01:50 PM IST
আবার আউট
১৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরলেন শেফালি বর্মা। সুলতানা খাতুনের বলে শোর্না আকতারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন শেফালি। ৩.৪ ভারতের স্কোর ২০/২ রান।
13 Jul 2023, 01:47 PM IST
তৃতীয় ওভার শেষে ভারতের স্কোর ১৮/১
মাত্র ছয় রান দিলেন মারুফা আকতার। তবে এই ওভারে তিনি শেফালিকে আউট করার একটি সুযোগ পেয়েছিলেন।
13 Jul 2023, 01:46 PM IST
চোট পেলেন মারুফা
নিজের দ্বিতীয় ওভার বল করতে এসে ওভারের পঞ্চম বলে শেফালিকে আউট করার সুযোগ পেয়েছিলেন মারুফা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। অন্যদিকে চোট পান মারুফা।
13 Jul 2023, 01:40 PM IST
দ্বিতীয় ওভার শেষে ভারতের স্কোর ১২/১
বাংলাদেশের পক্ষে দারুণ এখটা ওভার। স্মৃতির উইকেটের পাশাপাশি মাত্র ৫ রান খরচ করলেন সুলতানা। শেফালির সঙ্গে ক্রিজে রয়েছেন জেমিমা।
13 Jul 2023, 01:36 PM IST
আউট স্মৃতি
নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ফ্লপ স্মৃতি। মাত্র ১ রান করেই ফিরলেন সাজঘরে। সুলতানা খাতুনের বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দিলেন তিনি।
13 Jul 2023, 01:35 PM IST
প্রথম ওভারে ভারতের স্কোর ৭/০
প্রথম ওভারে সাত রান নিল ভারত। শেফালি করলেন ৬ রান ও স্মৃতির স্কোর ১ রান।
13 Jul 2023, 01:31 PM IST
রাশির অভিষেক-স্মৃতির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ
অভিষেক হতে চলেছে রাশির। দীপ্তির হাত থেকে তিনি অভিষেক ক্যাপ পেলেন। এদিকে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন স্মৃতি।
13 Jul 2023, 01:10 PM IST
টস জিতল ভারত
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত।
13 Jul 2023, 12:58 PM IST
HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে টিম ইন্ডিয়ার ২-০ এগিয়ে রয়েছে। তাদের নজর এবার প্রতিপক্ষকে ক্লিন সুইপ করা। ভারত প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছিল, অন্যদিকে হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯৬ রানের টার্গেট দেওয়ার পরেও ৮ রানে জিততে সক্ষম হয়েছিল। ভারতীয় ব্যাটসম্যানরা আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করতে চায়। ভারতীয় দল সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করার দিকেও নজর রাখবে।