আইসিসির পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম অনুযায়ী ২০২৩ থেকে ২০২৭-এর মধ্যে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপে দু'বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। উল্লেখযোগ্য বিষয় হল, বর্ডার-গাভাসকর ট্রফির দু'টি সিরিজ হবে পাঁচ ম্যাচের।
২০২৪-২৫ মরশুমের ডিসেম্বর-জানুয়ারিতে ভারত ৫ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে। ২০২৭ সালের শুরু দিকে পালটা ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ঘরের মাঠে লড়াই চালাবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে। তারা অ্যাওয়ে সিরিজ খেলতে উড়ে যাবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায়।
ভারত বনাম ইংল্য়ান্ড সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল ঘরে-বাইরে কাদের বিরুদ্ধে মাঠে নামবে:-
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ঘরের মাঠে সম্মুখসমরে নামবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তারা অ্যাওয়ে সিরিজ খেলবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।