ভারতীয় ক্রিকেট টিম ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ডোমিনিকার রোসেউ-এর উইন্ডসর পার্কে। এই স্টেডিয়ামে ভারত শে। বার খেলেছিল ২০১১ সালে। সেবার উইন্ডিজের বিরুদ্ধে উইন্ডসর পার্কে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। সেই দলে যে সমস্ত প্লেয়াররা খেলেছিলেন, তাঁরা কেউই আর ভারতীয় দলে নেই। রয়েছেন একমাত্র বিরাট কোহলি।
ভারতের বিপক্ষে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ এমন একটা সময়ে খেলতে নামছে, যখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এটি এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের মূল পর্বে পৌঁছতে ব্যর্থ হয়েছে ক্যারিবিয়ান ব্রিগেড। দুই বারের চ্যাম্পিয়নরা যোগ্যতা অর্জনের ম্যাচে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং জিম্বাবোয়ের কাছে হেরেছে। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপে খেলবে না।
আরও পড়ুন: শেষ ওভারে আগুনে মেজাজে শেফালি, পড়ল ৪ উইকেট, বড় রেকর্ড গড়লেন শেফালি- ভিডিয়ো
তবে ডমিনিকাতে প্রথম টেস্টের জন্য নির্বাচিত ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে এমন পাঁচ জন খেলোয়াড় রয়েছেন, যাঁরা ভারতকে বিপাকে ফেলতে পারেন। তাঁরা কারা? নিজেরাই দেখে নিন তালিকা:
১) ক্রেগ ব্র্যেথওয়েট- ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক গত কয়েক বছর ধরেই তাঁর দলের সেরা ব্যাটসম্যান। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর থেকে তারকা ওপেনার পাঁচ হাজারের বেশি টেস্ট রান করে ফেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১২টি সেঞ্চুরি এবং ২৮টি হাফসেঞ্চুরি। ব্রেথওয়েট ক্রিজে তাঁর ধৈর্যের জন্য পরিচিত। তাঁর উইকেট ফেলা কিন্তু বেশ কঠিন হবে।
২) জারমেইন ব্ল্যাকউড- জেরমেইন ব্ল্যাকউড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের সহ-অধিনায়ক এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। মিডল অর্ডার ব্যাটসম্যানের ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল। তার পর থেকে ৫৪টি টেস্ট খেলেছেন তিনি। তিনটি সেঞ্চুরি সহ ২,৮০০ টেস্ট রান করেছেন। ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করতে পারেন তারকা ব্যাটার।
আরও পড়ুন: জুনের সেরা হয়ে বিশ্বরেকর্ড গার্ডনারের, শ্রীলঙ্কাকে বিশ্বকাপে তোলার পুরস্কার পেলেন হাসারাঙ্গা
৩) কেমার রোচ- কেমার রোচ ইতিমধ্যেই বর্তমান প্রজন্মের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মধ্যে একজন কিংবদন্তি। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর থেকে ২৬০টিরও বেশি টেস্ট উইকেট নিয়েছেন তিনি। তিনি তাঁর প্রথম দু'টি টেস্ট ম্যাচে ১৩টি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। তার পর থেকে তাঁর ক্যারিয়ারে রং বদল শুরু হয়। ৩৫ বছর বয়সেও তিনি মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। উইন্ডিজের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন রোচ। ভারতীয় ব্যাটারদের বিপাকে ফেলতে পারেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।