উপমহাদেশের পিচে টি-২০ ম্যাচে শুরু থেকে ব্যাটসম্যানরা চার-ছক্কার ফুলঝুরি ফোটাবেন, এমনটাই প্রত্যাশিত। তবে গ্রিনফিল্ডের গ্রিনটপ পিচ হার মানাল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পেস সহায়ক বাইশগজকেও।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জেতেন রোহিত শর্মা। পিচে ঘাস ছিল। তাছাড়া রাতের দিকে শিশির সমস্যার কথা মাথায় রেখেই হিটম্যান টস জিতে শুরুতে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকাকে।
এমন সবুজ পিচে পেসররা সাহায্য পেতে পারেন, এটা অনুমান করা হচ্ছিল আগে থেকেই। তবে নতুন বলে এমন আগুন ঝরাবেন দুই ভারতীয় পেসার, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেউ।
দীপক চাহার ও অর্শদীপ সিং প্রথম তিন ওভারেই দক্ষিণ আফ্রিকা ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন। ইনিংসের শুরুতে মাত্র ১৫ বলের মধ্যে দক্ষিণ আফ্রিকার অর্ধেক ব্যাটিং লাইনআপকে সাজঘরে ফেরায় ভারত। প্রোটিয়া দল মাত্র ৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে।
আরও পড়ুন:- IND vs SA: রাহুল-সূর্যকুমারের জোড়া হাফ-সেঞ্চুরিতে দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার
প্রথম ওভারের শেষ বলে দীপক চাহার বোল্ড করেন তেম্বা বাভুমাকে। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি প্রোটিয়া দলনায়ক। ১ রানে ১ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। তিনি দ্বিতীয় বলেই (১.২ ওভার) তুলে নেন কুইন্টন ডি'ককের উইকেট। ভিতরে আসা বলে ব্যাটের কানা লাগিয়ে তা স্টাম্পে টেনে নিয়ে যান কুইন্টন। ৪ বলে ১ রান করে বোল্ড হন তিনি। ১ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
ইনিংসের দ্বিতীয় তথা নিজের প্রথম ওভারে অর্শদীপ সিং মাত্র ৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ওভারের পঞ্চম বলে (১.৫ ওভারে) তিনি ফিরিয়ে দেন রিলি রসউকে। ১ বল খেলে খাতা খোলার আগেই ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ৮ রানে ৩ উইকেট হারায়।
আরও পড়ুন:- IND vs SA 1st T20: ৪ ওভারে ৫০ দিয়েছিলেন, তাই কি বাদ বুমরাহ? আসল কারণ জানালেন রোহিত
দ্বিতীয় ওভারের শেষ বলে (২.৬ ওভার) অর্শদীপ আউট করেন ডেভিড মিলারকে। তিনিও গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন। অর্শদীপের বলে বোল্ড হন তিনি। দক্ষিণ আফ্রিকা ৮ রানে ৪ উইকেট হারায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।