বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: চার-ছক্কার সঙ্গে রেকর্ডের ছড়াছড়ি, এজবাস্টনে ব্যাট হাতে সম্মোহিত করলেন পন্ত-জাদেজা

IND vs ENG: চার-ছক্কার সঙ্গে রেকর্ডের ছড়াছড়ি, এজবাস্টনে ব্যাট হাতে সম্মোহিত করলেন পন্ত-জাদেজা

শতরানের পরে ঋষভ পন্ত। ছবি- এপি (AP)

প্রথম দিনে ঝোড়ো সেঞ্চুরি ঋষভ পন্তের, ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা।

৫ ম্যাচের সিরিজের ৪টি ম্যাচ খেলা হয়েছে গতবছর। করোনার জন্য স্থগিত হয়ে যাওয়া পঞ্চম তথা শেষ টেস্ট অবশেষে আয়োজিত হচ্ছে এক বছর পরে। ভারত আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। সুতরাং, এজবাস্টান টেস্টের ফলাফলের নিরিখে টিম ইন্ডিয়ার সিরিজ হারার সম্ভাবনা নেই। তবে জিতলে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে ভারত। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাড়তি অক্সিজেন পাবে টিম ইন্ডিয়া। ভারত এজবাস্টন টেস্টের প্রথম দিনের শেষে ম্যাচের রাশ রাখে নিজেদের হাতে।

01 Jul 2022, 11:33:00 PM IST

প্রথম দিনের খেলা শেষ

এজবাস্টন টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে মোট ৭৩ ওভার খেলা হয়। ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান তুলেছে। ১০টি বাউন্ডারির সাহায্যে ১৬৩ বলে ৮৩ রান করে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। মহম্মদ শামি ১১টি বল খেলেও এখনও খাতা খোলেননি।

01 Jul 2022, 11:06:21 PM IST

শার্দুলকে ফেরালেন স্টোকস

৬৭.৬ ওভারে বেন স্টোকসের শর্ট বলে গ্লাভস লাগিয়ে উইকেটকিপার স্যাম বিলিংসের দস্তানায় ধরা পড়েন শার্দুল ঠাকুর। ১২ বলে ১ রান করে মাঠ ছাড়েন ঠাকুর। ভারত ২২৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ শামি। জাদেজা ৬৮ রানে ব্যাট করছেন।

01 Jul 2022, 10:56:54 PM IST

পন্তকে ফেরালেন জো রুট

৬৬.২ ওভারে জো রুটের বলে ব্যাট চালিয়ে আউট হলেন ঋষভ পন্ত। বল ব্যাটে ঠিকমতো কানেক্ট হয়নি। কানায় লেগে স্লিপে জ্যাক ক্রাউলির হাতে জমা পড়ে। ১৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৪৬ রান করে মাঠ ছাড়েন পন্ত। ভারত ৩২০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন শার্দুল ঠাকুর।

01 Jul 2022, 10:40:36 PM IST

জোড়া বাউন্ডারিতে রুটকে স্বাগত জানালেন পন্ত

৬৩তম ওভারে জো রুটকে প্রথমবার বল করতে ডাকেন বেন স্টোকস। পন্ত ২টি বাউন্ডারি মারেন। ওভারে মোট ১০ রান ওঠে। ৬৩ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ২৯৯। ৬৪তম ওভারে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৩০৪। পন্ত ১৩৮ রানে ব্যাট করছেন। জাদেজা ৬১ রানে অপরাজিত রয়েছেন।

01 Jul 2022, 10:35:21 PM IST

লিচের ওভারে ২২ রান তোলে ভারত

৬১তম ওভারে জ্যাক লিচের শেষ ৪টি বলে ৪, ৬, ৪, ৬ রান সংগ্রহ করেন পন্ত। ওভারে মোট ২২ রান ওঠে। ভারত ৬১ ওভারে ৫ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করেছে। পন্ত ৯৯ বলে ১২৮ রান করেছেন। জাদেজা ১২২ বলে ৫৪ রানে ব্যাট করছেন।

01 Jul 2022, 10:14:06 PM IST

হাফ-সেঞ্চুরি জাদেজার

৭টি বাউন্ডারির সাহায্যে ১০৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। ৫৮ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ২৫১ রান। পন্ত ১০২ ও জাদেজা ৫১ রানে ব্যাট করছেন।

01 Jul 2022, 10:10:13 PM IST

দুর্দান্ত সেঞ্চুরি পন্তের

১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্ত। ৫৭.১ ওভারে ব্রডের বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন পন্ত। টেস্ট কেরিয়ারে এটি ঋষভের পঞ্চম শতরান।

01 Jul 2022, 09:49:59 PM IST

সেঞ্চুরির দিকে এগচ্ছেন পন্ত

সেঞ্চুরির দিকে এগচ্ছেন ঋষভ পন্ত। হাফ-সেঞ্চুরির পথে রবীন্দ্র জাদেজা। ৫৩ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২২৩ রান। পন্ত ৮০ বলে ৮৬ রান করেছেন। ৯১ বলে ৪৩ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

01 Jul 2022, 09:33:41 PM IST

১০০ রানের পার্টনারশিপ পন্ত-জাদেজার

২৭.৫ ওভারে শ্রেয়স আইয়ার যখন সাজঘরে ফেরেন, ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ৯৮ রান। তার পর থেকে পন্ত-জাদেজা জুটি ভারতের ইনিংসের হাল ধরেন। দু'জনে ষষ্ঠ উইকেটে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন। ৪৯তম ওভারে পটসের বলে জোড়া বাউন্ডারি মারেন পন্ত। ভারতের স্কোর ৫ উইকেটে ২০২ রান। পন্ত ৭৬ ও জাদেজা ৩৭ রানে ব্যাট করছেন।

01 Jul 2022, 09:16:22 PM IST

পটসকে জোড়া বাউন্ডারি পন্তের

চায়ের বিরতির পরে খেলা শুরু। প্রথম ওভারেই পটসের বলে জোড়া বাউন্ডারি মারেন ঋষভ পন্ত। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৮২। পন্ত ৬১ ও জাদেজা ৩২ রানে ব্যাট করছেন।

01 Jul 2022, 08:52:55 PM IST

চায়ের বিরতিতে ভারত ৫ উইকেটে ১৭৪

প্রথম দিনের চায়ের বিরতিতে ভারত ৪৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করেছে। পন্ত ৫২ বলে ৫৩ রান করে অপরাজিত রয়েছেন। জাদেজা ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৩২ রান করে ব্যাট করছেন।

01 Jul 2022, 08:43:55 PM IST

আগ্রাসী হাফ-সেঞ্চুরি পন্তের

৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্ত। ৪৩ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৭২ রান। পন্ত ৫২ ও জাদেজা ৩২ রানে ব্যাট করছেন।

01 Jul 2022, 08:21:00 PM IST

টি-২০'র মেজাজে পন্ত

৩৭তম ওভারে জ্যাক লিচের পরপর তিনটি বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন পন্ত। ওভারে ১৪ রান ওঠে। ৩৭ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৪৮। পন্ত ৩৭ বলে ৩৯ রান করেছেন। জাদেজা ৩৪ বলে ২৪ রান করেছেন। ৩৮ ওভার শেষে ভারত ৫ উইকেটে ১৫০ রান তুলেছে।

01 Jul 2022, 08:10:52 PM IST

৩৫ ওভারে ভারত ৫ উইকেটে ১৩০

৩৫ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৩০ রান সংগ্রহ করেছে। ঋষভ পন্ত ৩১ বলে ২৫ রান করেছেন। জাদেজা ২৮ বলে ২০ রান করে অপরাজিত রয়েছেন।

01 Jul 2022, 07:49:05 PM IST

সফট সিগন্যালের সুবাদে বেঁচে গেলেন জাদেজা

৩১.৫ ওভারে ব্রডের বলে স্লিপে জাদেজার দুর্দান্ত ক্যাচ ধরেন জো রুট। যদিও ক্যাচ ধরেন বলা ভুল। বল দুই আঙুলের ফাঁকে মাটি ছোঁয়ায় তৃতীয় আম্পায়ার ফিল্ড আম্পায়ার আলিম দারের সফট সিগন্যালকে মান্যতা দেন। নট-আউট ঘোষিত হন জাদেজা। 

01 Jul 2022, 07:39:57 PM IST

১০০ টপকাল ভারত

৩০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১০৭ রান। ২২ বলে ১৭ রান করেছেন ঋষভ পন্ত। ৭ বলে ৫ রান করেছেন রবীন্দ্র জাদেজা। দু'জনেই ১টি করে বাউন্ডারি মেরেছেন।

01 Jul 2022, 07:27:01 PM IST

শ্রেয়স আউট

২৭.২ ওভারে অ্যান্ডারসনকে স্টেপ-আউট করে দুর্দান্ত চার মারেন ঋষভ পন্ত। সেই ওভারেই পঞ্চম বলে উইকেটকিপার স্যাম বিলিংসের হাতে ধরা পড়েন শ্রেয়স। বাঁ-দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন বিলিংস। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৫ রান করেন শ্রেয়স। ভারত ৯৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে আসেন জাদেজা। ১৩ রানে ব্যাট করছেন পন্ত।

01 Jul 2022, 07:07:13 PM IST

কোহলি আউট

২৪.২ ওভারে ম্যাথিউ পটসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। শেষ মুহূর্তে বল ছাড়তে চেয়েও পারেননি তিনি। বল বিরাটের ব্যাটের কানায় লেগে স্টাম্পে গিয়ে লাগে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১১ রান করে আউট হন কোহলি। ভারত ৭১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। তিনি সেই ওভারেই ২টি বাউন্ডারির সাহায্যে ১০ রান সংগ্রহ করেন। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮১ রান। 

01 Jul 2022, 06:55:37 PM IST

বিহারী আউট

২২.২ ওভারে ম্যাথিউ পটসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন হনুমা বিহারী। ১টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ২০ রান করেন বিহারী। ভারত ৬৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ঋষভ পন্ত।

01 Jul 2022, 06:47:46 PM IST

দ্বিতীয় সেশনের খেলা শুর

বৃষ্টির পরে দ্বিতীয় সেশনের খেলা শুরু। প্রথম বলেই কোহলির ব্যাটের কানা নিয়ে বল চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। ২১ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৫৭।

01 Jul 2022, 06:28:05 PM IST

৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ

বৃষ্টির পরে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খলা। চায়ের বিরতি ৮টা ৪৫ মিনিটে। তৃতীয় সেশনের খেলা শুরু হবে রান ৯টা ৫ মিনিটে। খেলা চলবে রাত ১১টা পর্যন্ত। পুনরায় ম্যাচ বন্ধ না হলে প্রথম দিনে মোট ৮৪ ওভার খেলা হবে। দ্বিতীয় দিনে খেলা হবে ৯৭ ওভার।

01 Jul 2022, 05:58:13 PM IST

৬টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শন

বৃষ্টি থেমেছে। মাঠ থেকে কভার তুলে ফেলা হচ্ছে। সুপার সপার আউটফিল্ড থেকে জমে থাকা জল তুলে ফেলার কাজে ব্যস্ত রয়েছে। আম্পায়াররা ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শনে নামবেন। তখন জানা যাবে ম্যাচ পুনরায় শুরু হবে কখন।

01 Jul 2022, 05:30:00 PM IST

লাঞ্চের পরেও শুরু হয়নি খেলা

মধ্যাহ্নভোজের বিরতির সময় অতিক্রান্ত হলেও বৃষ্টির জন্য শুরু করা যায়নি ম্যাচ। বিরতিতে একপশলা বৃষ্টির জন্য আরও কিছুটা বিলম্বিত হয় পুনরায় ম্যাচ শুরুর সময়।

01 Jul 2022, 04:41:57 PM IST

বৃষ্টিতে থমকাল ম্যাচের গতি

২০.১ ওভার খেলা হওয়ার পরে বৃষ্টির জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ম্যাচ। ভারতের স্কোর ২ উইকেটে ৫৩ রান। হনুমা বিহারী ১৪ ও বিরাট কোহলি ১ রানে ব্যাট করছেন। প্রথম দিনে যাতে ওভার নষ্ট না হয়, আম্পায়ারর নির্ধারিত সময়ের আগেই লাঞ্চের বিরতি ঘোষণা করেন।

01 Jul 2022, 04:29:11 PM IST

পূজারা আউট

১৬.৬ ওভারে পটসের বলে দ্বিতীয় স্লিপে বিহারীর ক্যাচ ছাড়েন জ্যাক ক্রাউলি। তবে পরের ওভারে তিনি চেতেশ্বর পূজারার ক্যাচ ধরেন অ্যান্ডারসনের বলে। ১৭.৬ ওভারে মাঠ ছাড়েন চেতেশ্বর। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ১৩ রান করেন পূজারা। ভারত ৪৬ রানে ২ উইকেট হারায়। বিহারী ৮ রানে ব্যাট করছেন। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।

01 Jul 2022, 04:12:06 PM IST

রিভিউ নিয়ে বাঁচলেন পূজারা

১৩.৪ ওভারে স্টুয়ার্ট ব্রডকে দুরন্ত কাট শটে চার মারেন পূজারা। পরের বলে চেতেশ্বরকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার আলিম দার। পূজারা তড়িঘড়ি রিভিউ নেন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল পূজারার থাই প্যাডে লেগেছে। এযাত্রায় বেঁচে যান পূজারা। ১৪ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৪৩ রান। পূজারা ১৩ ও বিহারী ৬ রানে ব্যাট করছেন।

01 Jul 2022, 03:49:15 PM IST

১০ ওভারে ভারত ১ উইকেটে ৩১

১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩১ রান। পূজারা ২৫ বলে ৭ রান করেছেন। বিহারী ১২ বলে ২ রান করেছেন।

01 Jul 2022, 03:30:35 PM IST

শুভমন গিল আউট

৬.২ ওভারে অ্যান্ডারসনের বলে স্লিপে জ্যাক ক্রাউলির হাতে ধরা পড়েন শুভমন গিল। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১৭ রান করেন তিনি। ভারত ২৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন হমুনা বিহারী। তিনি ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে খাতা খোলেন। ৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৯।

01 Jul 2022, 03:17:33 PM IST

খাতা খুললেন পূজারা

৩.৩ ওভারে স্টুয়ার্ট ব্রডকে বাউন্ডারি মেরে খাতা খোলেন পূজারা। তিনি ১০ বল খেলে প্রথম রান সংগ্রহ করেন। ৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩ রান।

01 Jul 2022, 03:00:36 PM IST

ম্যাচ শুরু

ভারতের ওয়ে ওপেন করতে নামেন শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন জেমন অ্যান্ডারসন। ওভারের শেষ বলে চার মেরে খাতা খোলেন শুভমন। দ্বিতীয় ওভারে বল করতে আসেন স্টুয়ার্ট ব্রড। শুরুতেই নো বল করেন তিনি। ওভারে আর কোনও রান ওঠেনি। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫ রান।

01 Jul 2022, 02:45:10 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

অ্যালেক্স লিস, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (ক্যাপ্টেন), স্যাম বিলিংস (উইকেটকিপার), ম্য়াথিউ পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।

01 Jul 2022, 02:42:11 PM IST

ভারতের প্রথম একাদশ

শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ (ক্যাপ্টেন)।

01 Jul 2022, 02:36:18 PM IST

ওপেন করবেন পূজারা

মায়াঙ্ক নন, টসের সময় ক্যাপ্টেন বুমরাহ জানিয়ে দেন, শুভমন গিলের সঙ্গে ওপেন করবেন চেতেশ্বর পূজারা।

01 Jul 2022, 02:32:06 PM IST

টস জিতল ইংল্যান্ড

ভারতের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ব্রিটিশ দলনায়ক বেন স্টোকস ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, ক্যাপ্টেন্সি কেরিয়ারের শুরুতেই টস হারলেন জসপ্রীত বুমরাহ।

01 Jul 2022, 02:16:11 PM IST

বদলে গিয়েছে অনেক কিছু

২৯৭ দিনের ব্যবধানে একই সিরিজের দু'টি টেস্ট আয়োজিত হচ্ছে। চতুর্থ ও পঞ্চম টেস্টের মধ্যে দু'দলের কোচ ও ক্যাপ্টেন বদলে গিয়েছে। ভারতের ক্যাপ্টেন ছিলেন কোহলি এবং কোচ ছিলেন শাস্ত্রী। এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ এবং কোচ হলের দ্রাবিড়। ইংল্যান্ডের কোচ-ক্যাপ্টেন ছিলেন সিলভারউড-রুট। এই টেস্টে ব্রিটিশ দলের নেতৃত্বে রয়েছে বেন স্টোকস এবং কোচ হলেন ম্যাকালাম। দুই স্কোয়াডের একাধিক ক্রিকেটারও বদলছে। বদলেছে পঞ্চম টেস্টের মাঠ। গতবছর পঞ্চম টেস্ট আয়োজিত হওয়ার কথা ছিল ম্যাঞ্চেস্টারে। এবছর সেই টেস্ট আয়োজিত হচ্ছে বার্মিংহ্যামে।

01 Jul 2022, 02:08:32 PM IST

সিরিজের প্রথম ৪টি টেস্টের ফলাফল

১. নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হয়।
২. লর্ডসের দ্বিতীয় টেস্টে ভারত ১৫১ রানে জয় তুলে নেয় এবং সিরিজে ১-০ এগিয়ে যায়।
৩. লিডসের তৃতীয় টেস্টে ইংল্যান্ড ৭৬ রান জয় তুলে নেয় এবং সিরিজে ১-১ সমতা ফেরায়।
৪. ওভালের চতুর্থ টেস্টে ভারত ১৫১ রানে জয় তুলে নিয়ে পুনরায় সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে লাকি কারা? ২৪ এপ্রিল ২০২৫র রাশিফল রইল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? রইল ২৫ এপ্রিল ২০২৫ সালের রাশিফল ছোটবেলায় সচিন ব্যাট করার সময় কেন মিডল স্টাম্পে ১ টাকার কয়েন রাখতেন গুরু আচরেকর? কাশ্মীরের ঘাতক জঙ্গিদের খোঁজ দিলেই মোটা টাকা পুরস্কার, জানাবেন কোন নম্বরে? পোলার্ডের ছক্কার রেকর্ড চুরমার করে কোহলির পাশে রোহিত, ১২ হাজারের শিখরে হিটম্যান ‘একদিনেই আইনজীবী হয়ে গেল?’ ‘মিত্তির বাড়ি’র জোনাকির নিউ লুকে কী বলছে নেটপাড়া? ধাওয়া করে প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে গুলি, বিবাহবার্ষিকী উদযাপনে গিয়ে নিহত ব্যক্তি ‘PAIR’-এ নাম নেই বাংলার বিশ্ববিদ্যালয়ের, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব ব্রাত্য একটা ভুলই রক্ষা করল প্রাণ, কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়ে এখনও আটকে কোন্নগরের গায়ক ২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI

Latest sports News in Bangla

কেন জার্সিতে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ইমামি লিখতে দেওয়া হল না? নীতু সরকারের অভিযোগ Kalinga Super Cup 2025-এ বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে কোয়ার্টারে ইন্টার কাশী কালবৈশাখী ও খারাপ আলো, ১০৫ মিনিট পরে পরিত্যক্ত ম্যাচ! বাংলাদেশে অবাক করা ঘটনা EB-র পথেই হাঁটছে I-League 2 জয়ী ডায়মন্ড হারবার, ট্রফি দিতে ডাক ক্রীড়ামন্ত্রীকে শেফিল্ডের হার, ম্যাচের পরেই হামজা চৌধুরীর উপর আক্রমণ! নেপথ্যে বার্নলির সমর্থক Neeraj Chopra Classic: বড় ঘোষণা! নতুন স্বপ্নপূরণের লক্ষ্যে ভারতের সোনার ছেলে Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট মোহনবাগানের দ্বিতীয় সারির দলও সেরা! Super Cup-র কোয়ার্টারে নামার আগে বলছেন নোয়াহ দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা

IPL 2025 News in Bangla

২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
LOGO__betvisa_200x200

Betvisa

star star star star star 4.9/

6,000.000+downloads/Free/Bengali/Version2.3.4

6.88% Weekly Cashback on 2025 IPL Sports

  • 3% Unlimited Deposit Bonus
  • 1.2% Cash Rebate on Live Casino
  • ৳3000 Daily Reload Bonus on Slots & Fishing
bKash bank OK Wallet upay
PLAY NOW
Free Bonus
Download For
android