বৃহস্পতিবার মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামা মাত্রই বিরল এক নজির গড়েন জয়দেব উনাদকাট। ১২ বছরে ১১৮টি টেস্টের দীর্ঘ ব্যবধান কাটিয়ে ফের ভারতের হয়ে লাল বলের ক্রিকেট খেলতে নামেন তিনি। আর কোনও ভারতীয় ক্রিকেটার এত বেশি ম্যাচের ব্যবধানে পুনরায় টেস্টের আঙিনায় ফেরেননি।
এতদিন ভারতীয়দের মধ্যে এই রেকর্ড ছিল দীনেশ কার্তিকের নামে। তিনি ৮৭টি টেস্টের ব্যবধানে ফের ভারতের সাদা জার্সি গায়ে চাপিয়েছিলেন।
সার্বিকভাবে সব থেকে বেশি ম্য়াচের ব্যবধানে টেস্টের আঙিনায় ফেরার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের গ্যারেথ বেটির নামে। তিনি ১৪২টি ম্যাচের ব্যবধানে ফের টেস্টের আঙিনায় ফেরেন।
আরও পড়ুন:- IND vs BAN 2nd Test: সস্তায় গুটিয়ে গেল বাংলাদেশ, নির্বিঘ্নে প্রথম দিন কাটালেন গিল-রাহুল
সময়ের নিরিখে অবশ্য ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম ব্যবধানে ফের টেস্টের আঙিনায় ফেরেন উনাদকাট। তিনি ১২ বছর ২ দিন পরে ভারতের হয়ে ফের টেস্ট খেলতে নামেন। লালা অমরনাথ ১২ বছর ১২৯ দিন ব্যবধানে টেস্টের আঙিনায় ফিরেছিলেন। যদিও মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বন্ধ ছিল খেলা।
অমরনাথ ১৯৩৪ সালের ১০ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার পরে ১৯৪৬ সালের ২২ জুন লর্ডসে ফের ইংল্যন্ডের বিরুদ্ধেই মাঠে নামেন। উনাদকাট সেঞ্চুরিয়নে কেরিয়ারের একমাত্র টেস্ট খেলতে নেমেছিলেন ২০১০ সালের ১৬ ডিসেম্বর। সেই টেস্ট ম্যাচটি শেষ হয় ২০ ডিসেম্বর তারিখে। সুতরাং ৪৩৮৯ দিন পরে ফের ভারতের হয়ে টেস্ট ম্যাচে মাঠে নামেন জয়দেব।
আরও পড়ুন:- IND vs BAN: কুলদীপের দুঃখ বুঝবেন শুধু অমিত মিশ্র, ভারতীয় দলের সিদ্ধান্তে রেগে লাল গাভাসকর
ইফতিকার আলি খান পতৌদি ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করার ১২ বছর ১০ দিন পরে ভারতের হয়ে টেস্ট খেলতে নেমেছিলেন।
উনাদকাট বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬ ওভার বল করে ২টি মেডেন-সহ ৫০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। দলের হয়ে ম্যাচের প্রথম উইকেটটি নেন তিনিই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।