শুভব্রত মুখার্জি: শুক্রবার দিল্লিতে শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। নাগপুরে প্রথম টেস্টে হেরে আপাতত সিরিজে ১-০ ফলে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল। এমন আবহেই দিল্লিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দুই দল। তবে সেখানে এসে এক অন্যরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে দুই দলের ক্রিকেটাদের। দিল্লিতে বিয়ের মরশুম চলছে। পাশাপাশি চলছে জি-২০ মিটিং। ফলে দিল্লির কোচ পাঁচতারা হোটেলেই পাওয়া যায়নি একসাথে অনেকগুলো ঘর। ফলে বাধ্য হয়েই হোটেল বদলাতে হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলকে।
আরও পড়ুন… উইকেটের সামনে স্মিথ, পিছনে ল্যাবুশেন! এ কেমন অনুশীলন? রহস্য থেকে পর্দা তুললেন অজি ব্যাটার
সাধারণত ভারতীয় দল দিল্লিতে কোন ম্যাচ খেলতে গেলে পাঁচতারা হোটেলেই থাকে। তারা হয় দিল্লির তাজ প্যালেস হোটেলে না হয় দিল্লির আইটিসি মৌর্যতে থাকেন। তবে দিল্লিতে এখন খুব ব্যস্ত সময় চলছে। একদিকে রয়েছে বিয়ের মরশুম। অপরদিকে জি-২০'র মতন বিশ্ব পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফলে দিল্লির পাঁচতারা হোটেলে এক সঙ্গে অনেকগুলো ঘর পাওয়া যায়নি। এই ব্যবস্থা করতে না পারার কারণেই বাধ্য হয়ে দিল্লি থেকে অন্যত্র চলে যেতে হয়েছে দুই দলকে। দিল্লির উপকন্ঠে নয়ডাতে গিয়েছে দুই দল। সেখানে হোটেল লিলাতে রাখা হয়েছে তাদের। তবে ভারতীয় দল নয়ডাতে থাকলেও তাদের সঙ্গে ছিলেন না বিরাট কোহলি।
আরও পড়ুন… Ranji Trophy final: প্রথম ইনিংসে লিড নিতে পারি আমরা, দাবি মনোজের
বিরাট দিল্লির ছেলে। ফলে তিনি তাঁর গুরুগ্রামের বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখান থেকে তিনি নিজে গাড়ি চালিয়েই অনুশীলনে আসতেন। দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বৃহস্পতিবার ভারতীয় দলের সঙ্গে হোটেলেই যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বিষয়টি নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, ‘হোটেলটি খুব ভালো (হোটেল লিলা)। এখানকার সুযোগ সুবিধা সত্যিই খুব ভালো। এই পরিস্থিতিতে কিছু করার ছিল না বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আর এই কারণেই স্থানান্তর করতে হয়েছে।’ বিরাটের বিষয়ে জানা গিয়েছে তিনি টিম ম্যানেজমেন্টের কাছে গুরুগ্রামে তাঁর বাড়িতে থাকার অনুমতি চেয়েছিলেন। যা তাঁকে দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের তরফে। উল্লেখ্য নাগপুরে ১৩২ রানে জিতে আপাতত সিরিজে ১-০ ফলে এগিয়ে রয়েছে রোহিতরা। চার ম্যাচের টেস্ট সিরিজের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দল যাবে। ফলে দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজের ফলাফল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।