শুভব্রত মুখার্জি
কেরিয়ারে যেন স্বপ্নের ফর্মে রয়েছেন ইগা সুইয়াটেক। কার্যত অপ্রতিরোধ্য তিনি। চলতি ফরাসি ওপেনের সেমিফাইনালে দারিয়া কাসাটকিনাকে হারিয়ে পৌঁছে গেলেন ফাইনালে। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় ফরাসি ওপেনের ফাইনাল। বলা ভালো, এই জয়ের ফলে একেবারে লাস্ট হার্ডেলে এসে পৌঁছেছেন ইগা সুইয়াটেক। ফাইনাল হার্ডেলে আর একটা জয় মানেই টানা ম্যাচ জয়ের নজিরে ভেনাস উইলিয়ামসকে স্পর্শ করবেন ইগা সুইয়াটেক।
২০২০ সালের ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন স্ট্রেট সেটে হারিয়ে দিলেন দারিয়া কাসাটকিনাকে। ফিলিপ সাঁতরিয়ে কোর্টে মাত্র ৬৪ মিনিট সময় নষ্ট করে ইগা সুইয়াটেক ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। ইগা সুইয়াটেকের পক্ষে খেলার ফল ৬-২,৬-১। এই জয়ের ফলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত রয়েছেন ইগা সুইয়াটেক। শনিবাসরীয় ফাইনালে ইগা সুইয়াটেক মুখোমুখি হবেন কোকো গফ-মার্টিনা ট্রেভিসান ম্যাচের জয়ীর।
আরও পড়ুন: চার সেটেই জোকারকে মাত করে সেমিতে ক্লে-কোর্টের রাজা নাদাল
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।