আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। ব্রিসবেনে ৬ উইকেটে জিতে পায়ের তলার জমি শক্ত করলেন দাসুন শনাকারা। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যাওয়ার একটি সুযোগও তৈরি করে ফেলল শ্রীলঙ্কা। সেমিফাইনালের দৌড়ে চাপ বাড়ল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের উপর।
মঙ্গলবার আফগানিস্তানকে হারিয়ে উচ্ছ্বসিত লঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। তিনি অবশ্য ম্যাচের পর বলেছেন, ‘আমি মনে করি, আজ (মঙ্গলবার) কিছুটা ধারাবাহিকতা পেয়েছি এবং পরের খেলায় এটি ধরে রাখা গুরুত্বপূর্ণ। অন্য দলের ম্যাচগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু লক্ষ্য হল, পরের খেলাটা সুস্থ ভাবে ভালো রানরেট বজায় রেখে জেতা।’
আরও পড়ুন: আফগানিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির দৌড়ে টিকে রইল শ্রীলঙ্কা
এর পাশাপাশি ধনঞ্জয় ডি'সিলভার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শনাকা। যিনি আফগানদের বিরুদ্ধে ৪২ বলে অপরাজিত ৬৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। দাসুন শনাকা বলেছেন, ‘ব্যাট এবং বলে উভয় ক্ষেত্রেই এটি ভালো পারফরম্যান্স ছিল। বিশেষ কৃতিত্ব দিতে হবে ধনঞ্জয় ডি'সিলভাকে।’
আরও পড়ুন: 'বিশ্বকাপ জিততে আসিনি', বাংলাদেশ ক্রিকেটের গরিমায় কালি লাগালেন শাকিব
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং উসমান গনি। তবে গুরবাজ ২৮ ও গনি ২৭ রান করে আউট হয়ে গেলে ধাক্কা খায় আফগানরা। তাও তিন নম্বরে নেমে ইব্রাহিম জাদরান ২২ করেছিলেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে তারা। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ৩ উইকেট। ২ উইকেট নেন লাহিরু কুমারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।