করোনাভাইরাস যেন পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার পর তিন দিনের মধ্যে এ বার কোভিড পজিটিভ হলেন ম্যাথু ওয়েড। অবশ্য খুবই মৃদু উপসর্গ থাকায় শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে বাধা নেই কিপার-ব্যাটসম্যানের।
ওয়েডের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড পজিটিভ হওয়ায় ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়ার ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না ওয়েড।
আইসিসির কোভিড প্রটোকল অনুযায়ী, আক্রান্ত খেলোয়াড়ের মধ্যে তীব্র উপসর্গ দেখা না দিলে এবং শারীরিক সমস্যা না থাকলে ম্যাচ খেলতে কোনও বাধা নেই। তাই মেলবোর্নে শুক্রবার অস্ট্রেলিয়ার একাদশে ওয়েডকে দেখা গেলে, অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ অজি স্কোয়াডে আর কোনও উইকেটরক্ষক নেই।
ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে নেওয়া জস ইংলিশ আগেই হাতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া হয়েছে। স্বভাবতই ওয়েডকে না খেলিয়ে কোনও উপায় নেই।
আরও পড়ুন: আমাদের শুধু ব্যাটিং করে যেতে হবে...লজ্জার হারের পর আজব কথা শাকিবের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।