
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পাকিস্তান চ্যালেঞ্জিং দল, স্বীকার করে নিলেন রোহিত শর্মা। তবে বাবর আজমদের অহেতুক বাড়তি সমীহ করার রাস্তায় হাঁটলেন না ভারত অধিনায়ক। শনিবার মেলবোর্নের সাংবাদিক সম্মেলনে হিটম্যান দাবি করেন, ম্যাচের দিন কারা ভালো খেলে, সেটাই হল আসল বিষয়।
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন অবশ্য এটাও দাবি করেন যে, এশিয়া কাপে দু'বার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার ফলে সুবিধা হবে তাঁদের। কেননা এর ফলে পাকিস্তানের শক্তি-দুর্বলতাগুলি মেপে নিতে পেরেছেন তাঁরা।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার চাপ প্রসঙ্গে রোহিত বলেন, ‘চাপ শব্দটা ব্যবহার করতে চাইব না। কেননা চাপ সবসময়ই থাকে। এই পাকিস্তান দলটা খুবই চ্যালেঞ্জিং। যে সব পাকিস্তান দলের বিরুদ্ধে আমি খেলেছি, সব দলই ভালো ছিল। তবে বিষয়টা নির্ভর করে ম্যাচের দিনের পারফর্ম্যান্সের উপর। বিগত বেশ কিছু বছর ধরে সেটাই হয়ে আসছে।’
রোহিত আরও বলেন, ‘গত টি-২০ বিশ্বকাপের ম্যাচের দিনে পাকিস্তান ভালো ক্রিকেট খেলে। এশিয়া কাপেও ওরা ভালো খেলেছে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলা ভালো বিষয়। ওদের বিরুদ্ধে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না আমাদের। তাই ওদের শক্তি-দুর্বলতাগুলি মেপে নেওয়া গিয়েছে।’
হিটম্যান আরও যোগ করেন, ‘আমরা জানি যে ওদের বোলিং আক্রমণ ভালো। আমাদের ব্যাটাররা যথেষ্ট অভিজ্ঞ। ম্যাচের জন্য এটা ভালো পরিস্থিতি এবং দর্শকদের জন্যও। তবে আমাদের কাছে ব্যাটিং-বোলিং সব বিভাগই গুরুত্বপূর্ণ। ফিল্ডিংয়ের কথাও ভুললে চলবে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports