রবীন্দ্র সদনে জমকালো অনুষ্ঠানে বৃহস্পতিবার গৌতম ঘোষের তৈরি করা ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের তথ্যচিত্র প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ বছর ধরে ক্লাবের নানা প্রতিকুলতা এবং জয়ের বিভিন্ন কোল্যাজই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। সেটি আজ আনুুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিল ইস্টবেঙ্গলের মহিলা দলও, যারা সম্প্রতি ভারতসেরা হয়েছে। তাঁদের জন্যও এদিন ট্রফি উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ৫০ লক্ষ টাকা ক্লাবকে উপহার দেন তিনি। এছাড়াও ছিলেন মোহনবাগান, মহমেডান ক্লাবের পাশাপাশি সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ও।
সেখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান, তিন দলই আইএসএলে খেলছে। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে তাঁদের শুভেচ্ছা। ইস্টবেঙ্গলের যখন খারাপ অবস্থা ছিল, তখন লোহিয়া-আগরওয়ালরা এগিয়ে এসেছেন। মোহনবাগানের টাকার অভাব নেই, ওদের সঞ্জীব গোয়েঙ্কা রয়েছে। তাই ওরা ভালো দল গড়তে পারে। আমি ইস্টবেঙ্গলের কর্তাকে বলছিলাম, আপনারাও কেন ভালো দল গড়েন না?’। মহিলা দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলের মহিলারা গৌরবান্বিত করেছে গোটা দেশকে। ওদের কোচকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করব এশিয়া সেরা হয়েও দেখাবে এই ইস্টবেঙ্গলের মহিলা দল ’।
তিনি জানান, ‘আমরা তিন প্রধানকেই টাকা দিয়েছি। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম, তখন অলিম্পিক্সে হারের পর পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলাম। তখন ওদের বলেছিলাম, যদি খেলাকে গুরুত্ব না দাও, অ্যাকাডেমি না তৈরি করো, তাকে যদি ঠিকভাবে ট্রেন করা না হয় তাহলে সে কীভাবে ভালো পারফরমেন্স করবে? এই কথা বলেছিলাম, আমি কিন্তু অনেক অ্যাকাডেমি তৈরি করে দিয়েছি। ’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘কেউ যখন দেশের হয়ে অধিনায়কত্ব করে, প্রতিনিধিত্ব করে তখন কোনও ক্লাব ধর্ম, কিছু আসে না। এই তিনটি ক্লাবকে আমরা বঙ্গবিভূষণ দিয়েছি, বড় ক্লাবকে সম্মান দিতে চেয়েছি। আমাদের সময় বরাদ্দ ছিল ১২৬ কোটি টাকা, এখন আমরা আসার পর সেটা ৮৪০ কোটি টাকা বরাদ্দ করে দিয়েছি। ৪০০র বেশি খেলার মাঠের উন্নয়ন করা হয়েছে। ফিফা এসে আমাদের অনেক প্রশংসা করেছিল। ’।
মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সিএবির উদ্দেশ্যে বলেন, ' আমি স্নেহাশিসকে বলব, তোমরা ডুমুরজলায় ক্রিকেট অ্যাকাডেমি করে নাও। ওটা তোমাদের জন্য রাখা আছে। কিছু কেস টেস হয়েছে, কিন্তু ঝামেলায় জড়িয়ে লাভ নেই। অনেকে আবার কেস করতে ভালোবাসে। তোমরা ক্রিকেট অ্যাকাডেমি করে নাও। রাজারহাটেও ফুটবল স্টেডিয়াম হওয়ার কথা ছিল, ৩ বছর অপেক্ষা করা যায়। ৮ বছর হয়ে গেছে, এখনও ফুটবল স্টেডিয়াম হল না সেখানে। তাই আরেকটা ক্রিকেট স্টেডিয়াম তোমরা করো, আমরা জমির ব্যাপারে সাহায্য করব। আইন মেনেই সব হবে। আমরা সন্তোষ ট্রফি জয়ী ২১ জন ফুটবলারকে আমরা রাজ্য পুলিশে চাকরি দিয়েছি। '
ইস্টবেঙ্গল যেন ভালো দল করে, সেই নিয়েই ইমামি গোষ্ঠিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার একটা ক্ষোভ আছে। আগে থেকে বেছে বেছে প্লেয়ার নিতে হবে। তাই প্লেয়ার ভালো না নিলে কোনও ট্রফিই জিততে পারবে না ক্লাব। যদি বাংলার অন্য দল ভালো করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? ইমামির কোনও দোষ নেই। ইস্টবেঙ্গলের কর্তাদেরও এগোতে হবে, আপনারা না বললে ওরা জানবে কি করে। সবাই যদি ভালো দল করে চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে ইস্টবেঙ্গলও পারবে। ইমামিও ভালো দল করবে। ১০০ বছর পার করে ফেলেছে ইস্টবেঙ্গল, সেই দল যদি হারে তাহলে সমর্থকদের কষ্ট হয়। আমি বাংলার সমর্থক, বাংলার ক্লাব জিতলে আমার ভালো লাগে। টাকা বেশি দিলেই ভালো খেলোয়াড় পাওয়া যায় না, আগে আপনাকে বুঝতে হবে কে ভালো প্লেয়ার। আগে থেকে বুঝতে হবে আগামীর টার্গেট কে হবে?। ইমামি গ্রুপ টাকা দিচ্ছে এত, ওদেরকে জেতাও। ওদেরকে কিছু দিতে হবে না, মিষ্টি খাওয়াতে হবে না, কেক দিতেও হবে না। ওদেরকে জেতাও, যাতে ওদেরও লাভ হয় ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।