আইএসএলের সেমিফাইনাল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল জামশেদপুরে। ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মোহনবাগান সমর্থকেরা। অভিযোগ, স্থানীয় জামশেদপুর এফসি সমর্থকেরা সবুজ-মেরুন সমর্থকদের উপর চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েক জন মোহনবাগান সমর্থক আহত হয়েছিলেন।
এই ঘটনার পর মাঝে দু'দিন পার হয়ে গিয়েছে। কারও ব্যান্ডেজের ঘা এখনও শোকায়নি। কারও মনে এখনও দগদগে স্মৃতি। মার খাওয়া পাঁচ সমর্থককে এ দিন আনা হয়েছিল মোহনবাগান এসজি-র সাংবাদিক বৈঠকে। মোলিনা এবং ফুটবলার জেমি ম্যাকলারেন তাঁদের হাতে ফুলের তোড়া এবং সোমবারের ম্যাচের ভিআইপি টিকিট তুলে দেন।
বাগানের স্প্যানিশ কোচ হোসে মোলিনা এদিন সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে বলেন, ‘সমর্থকেরা অনেক কষ্ট করে খেলা দেখতে আসেন। ওদের জয়টা প্রাপ্য। গোটা মরসুমে আমাদের সমর্থন করেছেন ওঁরা। এত সমর্থকের সামনে খেলা চাপের। কিন্তু ওঁরাই আমাদের আত্মবিশ্বাসী করে তোলেন। জেতার জন্য আরও বেশি পরিশ্রম করার অনুপ্রেরণা দেন।’ আর মোহনবাগানের সমর্থকদের জন্যই আরও বেশি করে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে পৌঁছতে মরিয়া সবুজ-মেরুন কোচ এবং ফুটবলাররা।
সেমিফাইলের প্রথম লেগে জামশেদপুরের মাঠে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের গোলে ১-২ হারতে হয়েছে বাগানকে। তাই সোমবার ফিরতে লেগে চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন থাকবে। যে কারণে প্লেয়ারদের মাথা ঠাণ্ডা রেখে লড়াইয়ের ময়দানে নামার পরামর্শ মোলিনার। বাগান কোচের দাবি, ‘আমাদের শান্ত থাকতে হবে। তবে সব সময় শান্ত হয়ে ফুটবল খেললে যে সাফল্য পাওয়া যায়, এমনটা নয়। জামশেদপুরকে যথেষ্ট সমীহ করছি। ওদের ভালো ভালো ডিফেন্ডার রয়েছে। ওদের বক্সে সুযোগ কাজে লাগাতে গেলে শান্ত থাকতেই হবে। প্রতিনিয়ত গোলের চেষ্টা করতে হবে।’
আরও পড়ুন: ধোনির ক্রিকেট শেষ, এটা ওকে মেনে নিতে হবে… কঠিন সত্যিটা মুখের উপর বলে দিলেন CSK-এর প্রাক্তনী
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।