একেই বলে ‘চ্যাম্পিয়ন্স লাক’! নয়তো ম্যাচ শেষ হওয়ার আগের মুহূর্তে এমন গোল! নির্দিষ্ট টাইমের খেলা শেষ হয়ে ইনজুরি টাইমে গড়িয়েছে। হতাশ রবিবাসরীয় যুবভারতীর গ্যালারি। সকলে যখন ভাবছেন, আরও পিছিয়ে গেল মোহনবাগানের লিগ শিল্ড জয়, ঠিক সেই সময় মনবীরের পাস থেকে টার্ন করে বাঁ পায়ের শটে গোল দিমিত্রি পেত্রাতোসের। আর তার পরেই যুবভারতীতে সেই বহু পরিচিত শব্দব্রহ্ম। উচ্ছ্বাসে ভাসল সবুজ-মেরুন ব্রিগেড। ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। তাও পরপর দু'বার। আইএসএলের ইতিহাসে কোনও দল এই প্রথম পরপর দু'বার লিগশিল্ড চ্যাম্পিয়ন হল। মোহনবাগান লিখল নতুন উপাখ্যান।
আরও পড়ুন: ‘বড় শট মার’- দু'রান বাকি থাকতে বললেন রোহিত, চার মেরে অধিনায়কের ইচ্ছাপূরণ বিরাটের- ভিডিয়ো
এবার দিমির পারফরম্যান্স কখনও-ই সেই উচ্চ মার্গে পৌঁছায়নি। গত দুই মরশুমে যিনি মোহনবাগানকে একঝাঁক গোল এনে দিয়েছিলেন, এবার দু'টির বেশি গোল করতে পারেননি। তাও দুটি গোলই এসেছিল পেনাল্টি থেকে। সেই দিমি-র গোলেই মোহনবাগানের ঘরে এল দ্বিতীয় লিগশিল্ড, যা এক অনন্য নজিরও। ৭৮ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকার পর, পেত্রাতোসকে নামান মোহনবাগান কোচ হোসে মোলিনা। সেই সময় তাঁর নাকি মনে হয়েছিল, দিমির গোলেই হয়তো ম্যাচ এবং শিল্ড জিততে পারেন তাঁরা। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মোলিনা নিজেই সেই কথা জানিয়েছেন বাগানের স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হত। তাই জেমির পাশে দিমিকেও রাখি। কারণ, জানি না কেন, আমার মনে হয়েছিল দিমি আজ গোল করলেও করতে পারে। এই ম্যাচটা হয়তো ওরই হতে চলেছে। আমার মনে হয়, আমি ঠিকই ছিলাম।’
আরও পড়ুন: কোহলিকে বল ছুঁড়ে আঘাতের চেষ্টা, শুভমনকে ইশারায় মাঠ ছাড়ার নির্দেশ- ঔদ্ধত্য আব্রারের, শুরু বিতর্ক
প্রথম একাদশ বাছাই এবং পরিবর্ত নামানো প্রসঙ্গে মোলিনা আরও বলেন, ‘গ্রেগকে শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নিই। কারণ, আমি মনে করেছিলাম ও আমাদের আজ সাহায্য করতে পারে, গোল করতে পারে। শেষ দিকে দিমি ও জেসনকেও নামিয়েছিলাম সে জন্যই। ওরা ভালো গোলের গন্ধ পায়।’
তবে এ দিনের ম্যাচে কোনও বাড়তি চাপ ছিল না বলে সাফ জানিয়ে দেন বাগান-কোচ। বলেন, ‘আমাদের কোনও বাড়তি চাপ ছিল না। বরং সেরা মুহূর্ত ছিল। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জেতা। এর চেয়ে ভালো মুহূর্ত আর কী হতে পারে? বরং গতকাল গোয়া খুব চাপে ছিল। ওদের ম্যাচটা জিততেই হত। আজ আমাদের সে রকম চাপ ছিল না। টেনিসের ভাষায় আমাদের হাতে তিনটে ম্যাচ পয়েন্ট ছিল। আজ না জিততে পারলে আরও দু'টো ম্যাচে সুযোগ ছিল। সে জন্যই কোনও চাপ ছিল না আমাদের।’
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে Champions Trophy-তে সেঞ্চুরি, রোহিতের রেকর্ড ভেঙে ইতিহাস কোহলির
এটিকে-র জন্য কাপ জয় না মোহনবাগানের জন্য শিল্ড জয়- কোনটা বেশি গুরুত্বপূর্ণ, জানতে চাওয়ায় মোলিনা বলেন, ‘দুটোই সমান। যদি কেউ প্রশ্ন করেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তা হলে বলব, এটা অনেকটা ওই প্রশ্নটার মতো, কে তোমাকে বেশি ভালবাসে, বাবা না মা? প্রত্যেক খেতাবই খেলোয়াড় কোচেদের কাছে সেরা ও স্মরণীয়। তাই তুলনা করা যায় না। আমাদের লক্ষ্যই তো খেতাব জয়। আর সমর্থকদের জন্য অবশ্যই এটা বিশেষ মুহূর্ত। সব সাফল্যই স্পেশ্যাল। এটা আলাদা করে না বললেও চলে। এই ক্লাবের মতো সমর্থক সত্যিই অনেক ক্লাবে নেই। ওদের জন্যই আমরা প্রেরণা পাই।’
শিল্ডজয় হয়ে যাওয়ার পরে এখন সামনে লিগের আরও দুটো ম্যাচ, সেই ম্যাচগুলোতে সমান ভাবে ভালো খেলবে তাঁর দল, এমনই দাবি করেছেন বাগান কোচ। বলেছেন, ‘পরের ম্যাচগুলোতেও আমরা সমান ভালো খেলব। কারণ, আমাদের সেরার জায়গায় থাকতে হবে। কাপ জয়ের প্রস্তুতি হিসেবেও এই দুই ম্যাচ কাজে লাগবে। তার পর সেমিফাইনাল, ফাইনাল আছে। তাই প্রতি ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করব। মুম্বই ম্যাচে তো সেরাটা দিতেই হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।