ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য ভারতীয় ফুটবল দলের ২৬ জনের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করে দেওয়া হল। নতুন কোচ ম্যানোলো মার্কোয়েজের কোচিংয়ে ঘোষিত হল এই স্কোয়াড। আইএসএলে দুরন্ত খেললেও ভারতীয় দলের গোলরক্ষকদের মধ্যে স্কোয়াডে সুযোগ পাননি মোহনবাগানের বিশাল কাইফ। ইন্টারকন্টিনেন্টাল কাপের আগে হায়দরাবাদে ভারতীয় দলের শিবির বসছে। আইএসএল শুরুর আগেই এই শিবির হওয়ার কথা। সেই দলেরই সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করে দেওয়া হল।
আরও পড়ুন-RG করের ঘটনা এবার বার্তা ভারত অধিনায়কের! বললেন নিজের ভাই, বন্ধু, স্বামীকে শিক্ষা দিন…
সাম্প্রতিক সময় ভারতীয় ফুটবল দল তেমন পারফরমেন্স করেনি। এএফসি এশিয়ান কাপ থেকে শুরু করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব সবেতেই ভারতীয় ফুটবল দল হতাশ করেছে। এরপরই কোচ ইগর স্টিম্যাচকে অপসারিত করে নতুন কোচকে পদে আনা হয়। তিনিই এবার ইনটারকন্টিনেন্টাল কাপের সম্ভাব্য দল জানিয়ে দিলেন। সুনীল ছেত্রীর পর এই প্রথম ভারতীয় দল ঘোষিত হল।
আরও পড়ুন-ভারতে এসে যশস্বীকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ডাকেট বলছেন, 'সমালোচনা নয়, প্রশংসা করেছি'
ভারতীয় দলের তিন গোলরক্ষক প্রভশুখন গিল, অমরিন্দর সিং এবং গুরপ্রিত সিং সান্ধু। ডিফেন্ডার নিখিল পুজারি, রাহুল ভেকে, চিঙলেনসানা সিং, আনোয়ার আলি, রোশন সিং নাওরেম, জয় গুপ্ত, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং। মাঝমাঠে রয়েছে জিকসন সিং, সুরেশ সিং ওয়াংজাম, মহেশ সিং নাওরেম, নন্দকুমার শেখর, লালেনমাউইয়া রাল্টে, মহম্মদ ইয়াশির, সাহাল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপা, লালিয়ানজুয়ালা রাল্টে, লালতাথাঙ্গা খাওলরিং।
আরও পড়ুন-১০টির মধ্যে ৬ টেস্ট জয় চাই! তাহলেই WTC ফাইনালে ওঠার হ্যাটট্রিক করবে ভারত…
সুনীলহীন ভারতীয় দলের স্ট্রাইকারদের মধ্যে সুযোগ পেয়েছেন কিয়ান নাসিরি, এডমুন্ড লালরিন্ডিকা, মনবীর সিং এবং লিস্টন কোলাসো। মোহনবাগান দলে গত মরসুমে খেলা কিয়ান নাসিরি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ভারতীয় ফুটবলে ইরানের প্রাক্তন তারকা ফুটবলার জামশেদ নাসিরির পুত্র কিয়ান। তিনিই এবার সুযোগ পেলেন। এছাড়াও মোহনবাগান দল থেকে রয়েছেন মনবীর সিং, লিস্টন কোলাসো, শুভাশিস বোস, সাহাল সামাদরা। ইস্টবেঙ্গলের নন্দকুমার শেখর, আনোয়ার আলি, প্রভশূখন গিল, নাওরেম মহেশ সিংরা জাতীয় দলের হয়ে ক্যাম্পে যোগ দেবেন। কোচ ম্যানোলো মার্কোয়েজ নিশ্চয় চাইবেন নিজের কোচিং ইনিংসের শুরুটা ভালো ভাবেই করতে। তবে হঠাৎ করে যে কোনও কিছুই হবে না, তা বলাই বাহুল্য। প্রথম ক্যাম্পে মূলত ফুটবলারদের চিনে বুঝে নিতে চাইছেন মার্কোয়েজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।