বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > HFC vs EBFC, ISL 2023-24: কেল্টনের গোলে পাঁচ ম্যাচ পর জয়ে ফিরলেও, মন ভরাতে পারল না ইস্টবেঙ্গল, দুরন্ত লড়াই হায়দরাবাদের

HFC vs EBFC, ISL 2023-24: কেল্টনের গোলে পাঁচ ম্যাচ পর জয়ে ফিরলেও, মন ভরাতে পারল না ইস্টবেঙ্গল, দুরন্ত লড়াই হায়দরাবাদের

১১ মিনিটে প্রথম গোলের মুখ খোলেন ক্লেটন সিলভা।

Hyderabad FC vs East Bengal FC: নতুন বছরে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে হায়দরাবাদকে হারিয়ে লিগ টেবলের দশ থেকে আটে উঠে এল কার্লেস কুয়াদ্রাত বাহিনী। পঞ্জাব, বেঙ্গালুরু এবং চেন্নাইয়িনকে টপকে তারা প্রথম ছয় দলের মধ্যে শেষ করার আশা এখনও বাঁচিয়ে রাখল।

লিগ টেবলের লাস্টবয়দের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এবারের আইএসএলে একটি ম্যাচও জেতা হল না হায়দরাবাদের। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেলেও, জিততে পারল না তারা। তবে তারা ০-১ হারলেও, তাদের লড়াই ছিল দুরন্ত। ক্লেটন সিলভার করা একমাত্র গোলে পাঁচ ম্যাচের খরা কাটিয়ে ইস্টবেঙ্গল জিতলেও, তাদের খেলা মন ভরাতে পারল না। নড়বড়ে হায়দরাবাদের বিরুদ্ধেও মাঠে দাপট দেখাতে পারল না লাল-হলুদ। ক্লেটন একক দক্ষতায় গোলটি না করলে এবং হায়দরাবাদের গোল করার লোকের অভাব না থাকলে হয়তো, এই ম্যাচে পয়েন্ট হারাতে হত লাল-হলুদকে।

17 Feb 2024, 09:46:58 PM IST

ম্যাচ শেষ, আইএসএলের ছয় ম্যাচ পর জিতল ইস্টবেঙ্গল

আইএসএলের ছয় ম্যাচ পর জিতল ইস্টবেঙ্গল। টানা ছয় ম্যাচে তারা জয়হীন ছিল। আর সব মিলিয়ে জিতল পাঁচ ম্যাচ পর। এই বছর ইস্টবেঙ্গলের প্রথম জয়। তাও পয়েন্ট টেবলের লাস্টবয় হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। গোটা ম্যাচে ক্লেটনের গোল এবং ২-৩টি সুযোগ তৈরি করা ছাড়া ইস্টবেঙ্গলের আর কোনও কৃতিত্ব উল্লেখ করা কঠিন। বরং হায়দরাবাদ বেশ ভালো খেলেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। তবে তাদের বড় সমস্যা হল, গোল করার লোকের অভাব। ভাগ্যিস হায়দরাবাদ এফসি গোলের সুযোগ একটিও কাজে লাগাতে পারেনি। তা না হলে কিন্তু মুখ পুড়ত ইস্টবেঙ্গলের। কোনও মতে হায়দরাবাদকে ১-০ হারায় লাল-হলুদ। তবে এমন পারফরম্যান্স করতে থাকলে, প্লে-অফে ওঠাটা স্বপ্ন হয়েই থাকবে ইস্টবেঙ্গলের।

17 Feb 2024, 09:33:09 PM IST

ইনজুরি টাইমে জোড়া লালকার্ড হায়দরাবাদের

৯২ মিনিটে ফের বাজে ফাউল করে দ্বিতীয় হলুদকার্ড দেখলেন হায়দরাবাদের অ্যালেক্স সাজি। ফলে, লালকার্ড হয়ে যাওয়ায় মাঠ ছাড়তে হল সাজিকে। যদিও এদিন দুরন্ত ফুটবল খেলছিলেন সাজি। এই ঘটনার মিনিট চারেক পর, ম্যাচের শেষ মুহূর্তে বক্সের সামনে বল পায়ে থাকা বিষ্ণুকে ফাউল করে জোয়াও ভিক্টরও দ্বিতীয় হলুদকার্ড দেখলেন। ফলে, তাঁকেও মাঠ ছাড়তে হল। ৯ জন হয়ে গেল হায়দরাবাদ। 

17 Feb 2024, 09:25:23 PM IST

৬ মিনিট ইনজুরি টাইম

নির্দিষ্ট সময়ের খেলা শেষ। ইস্টবেঙ্গল ১-০ এগিয়ে থাকার পরেও, দ্বিতীয়ার্ধে রীতিমতো হতাশ করেছে। হায়দরাবাদ গোলের সুযোগগুলো নষ্ট না করলে কাঁদতে হত লাল-হলুদকে। ৬ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছ।

17 Feb 2024, 09:21:57 PM IST

ফের সুযোগ নষ্ট করল হায়দরাবাদ

৮৮ মিনিট- জেরেমি বাঁ-দিক থেকে বক্সের ভিতরে দাঁড়িয়ে থাকা সাইলোকে ক্রস বাড়ান। কিন্তু তাঁর হিল ফ্লিক গোলপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। হায়দরাবাদ এফসি আরও একটি বড় সুযোগ নষ্ট করল!

17 Feb 2024, 09:17:28 PM IST

হায়দরাবাদের জেরেমির হেডার লাগল পোস্টে

৮৫ মিনিট- ইস্টবেঙ্গলের রক্ষণ অতি খারাপ। হায়দরাবাদের নেহাৎ গোল করার লোকের অভাব। তা না হলে মুখ পুড়তে ইস্টবেঙ্গলের। জেরেমির হেডার পোস্টে লাগে। একটুর জন্য গোলটি হল না!

17 Feb 2024, 09:15:41 PM IST

ভালো সুযোগ হায়দরাবাদের

৮১ মিনিট- ছুঙ্গাকে ফাউল করে অজয় ​​ছেত্রী হলুদকার্ড দেখলেন। একটি বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক দেওয়া হয়েছে হায়দরাবাদকে। জোয়াও ভিক্টর সেটপিস থেকে শট নেন। কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট হয়।

17 Feb 2024, 09:14:02 PM IST

দুরন্ত হায়দরাবাদের সাজি

৭৯ মিনিট- ইস্টবেঙ্গল আক্রমণে ওঠার চেষ্টা করে। ভাসকুয়েজ বক্সের প্রান্তে ক্লেটনের কাছে বল বাড়ান। যিনি আবার নন্দকুমারকে পাস বাড়ান। কিন্তু সাজি তাণর ফিনিশিং ব্লক করে দেন!

17 Feb 2024, 09:03:20 PM IST

লাল-হলুদের প্লেয়ার পরিবর্তন

৭০ মিনিট- ফেলিসিও-কে তুলে নিলেন কুয়াদ্রাত। ইতিমধ্যে ফেলিসিও হলুদকার্ড দেখে ফেলেছেন। বদলে নামালেন অজয় ছেত্রীকে।

17 Feb 2024, 09:01:40 PM IST

ভিক্টরের দারুণ একটা প্রয়াস

৬৮ মিনিট- জোয়াও ভিক্টর বক্সের বাইরে থেকে দূরের পোস্টের ভিতরে বলটি কার্ল করে রাখার চেষ্টা করেন। অল্পের জন্য শটটি বাইরে বেরিয়ে যায়।

17 Feb 2024, 08:59:26 PM IST

লাল-হলুদকে চাপে রেখেছে হায়দরাবাদ

৬৭ মিনিট- সমতা ফেরাতে মরিয়া হায়দরাবাদ। তারা কিন্তু চাপে রেখেছে ইস্টবেঙ্গলকে। সাইলো ৬ গজ বক্সের ভিতরে ছিল এবং বল পাস বাড়ানোর জন্য কাউকে খুঁজছিলেন। কিন্তু কাউকেই পাননি। নিজে শট নিলে প্রভসুখন গিল তা ধরে ফেলেন। সুযোগটা নষ্ট হয়।

17 Feb 2024, 08:56:24 PM IST

ক্লেটনের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট

৬৪ মিনিট- ক্লেটব সিলভা বক্সের বাইরে থেকে শট নিলেও, সেটি লক্ষ্যে রাখতে পারেননি। গোলপোস্টের উপর দিয়ে তা বেরিয়ে যায়।

17 Feb 2024, 08:54:24 PM IST

বড় সুযোগ নষ্ট হায়দরাবাদের

৬২ মিনিট- চোথে বক্সের ভিতরে সানির জন্য গোলের সামনে দুরন্ত একটি পাস বাড়িয়েছিলেন। কিন্তু সানি সহজতম সুযোগ নষ্ট করলেন। ফিনিশ ঠিকঠাক করতে পারলেন না। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল। বড় সুযোগ নষ্ট হায়দরাবাদ এফসি-র। ইস্টবেঙ্গলের উপর কিন্তু চাপ বাড়াচ্ছে হায়দরাবাদ। যখন তখন তারা সমতা ফেরাতে পারে।

17 Feb 2024, 08:50:46 PM IST

হলুদকার্ড

৫০ মিনিটে হায়দরাবাদের প্লেয়ারকে অকারণ ফাউল করে হলুদকার্ড দেখলেন ইস্টবেঙ্গলের ফেলিসিও। আর ৫৩ মিনিটে ফেলিসিওকে ফাউল করে হলুদকার্ড দেখলেন সাজি।

17 Feb 2024, 08:41:39 PM IST

মিস লাল-হলুদের গোলের সুযোগ

৪৭ মিনিট- হিজাজি একটি গোলের সুযোগ নষ্ট করলেন। হিজাজির কাছে একটি ক্রস বাড়ান ভাসকুয়েজ। যেটা হেডারে গোল করার সহজ সুযোগ ছিল। কিন্তু বারের ঠিক উপর বেরিয়ে যায় বল। মিস হয়ে গেল ইস্টবেঙ্গলের গোলের আরও একটি সুযোগ।

17 Feb 2024, 08:38:45 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। গোল পার্থক্য বাড়িয়ে রাখার জন্যও এই ম্যাচে আরও স্কোর করতে হবে লাল-হলুদকে। তা না হলে প্লে-অফের অঙ্কের হিসেবেও সমস্যা হতে পারে। এমন কী হায়দরাবাদও যে ভাবে খেলছে, তাতে এই ম্যাচে সমতা ফেরালে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই এই অর্ধের শুরুর দিকেই  গোল চাই লাল-হলুদের।

17 Feb 2024, 08:31:32 PM IST

বিরতি

প্রথমার্ধে ইস্টবেঙ্গল ১-০ এগিয়ে রয়েছে। ক্লেটন একটি ওপেন গোলের সুযোগ নষ্ট করেছেন। সেটা না হলে ২-০ এগিয়ে যেতে পারত লাল-হলুদ। তবে নড়বড়ে হায়দরাবাদকে পেয়ে ইস্টবেঙ্গল যে দুরন্ত ফুটবল খেলেছে, এমনটা কিন্তু নয়। দ্বিতীয়ার্ধে তারা ঘুরে না দাঁড়ালে, কপালে দুঃখ থাকতে পারে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু ব্য়বধান বাড়ানো দরকার লাল-হলুদের।

17 Feb 2024, 08:21:34 PM IST

৩ মিনিট ইনজুরি টাইম

প্রথমার্ধে নির্দিষ্ট ৪৫ মিনিটের খেলা শেষ। ইস্টবেঙ্গল আপাতত ১-০ এগিয়ে রয়েছে। ৩ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছে।

17 Feb 2024, 08:20:26 PM IST

ক্লেটনের প্রয়াস

৪৩ মিনিট- বল পেয়ে ক্লেটন বল নিয়ে উপরে বক্সের ভিতরে উঠে আসেন। কিন্তু হায়দরাবাদের সাজি পিছন থেকে ট্যাকেল করে ক্লেটনকে। যার নিট ফল, লাল-হলুদের তারকা বলটি বাইরে মারেন।

17 Feb 2024, 08:15:17 PM IST

ওপেন গোল মিস করলেন ক্লেটন

৪১ মিনিট- ক্লেটনের জোড়া গোলে ২-০ এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু ওপেন গোল মিস করে বসেন তিনি। সহজতম সুযোগটি ক্লেটন মিস করার খেসারত না ইস্টবেঙ্গলকে দিতে হয়! আসলে হায়দরাবাদের একটি মিস-পাসের ফলে বলটি ফেলিসিও পেয়ে যান। তিনি বক্সের ভেতর দিয়ে সিলভাকে বল বাড়ান। গোলের ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন ক্লেটন। গোলে ঢোকানোর অপেক্ষা ছিল। কিন্তু ঠিক করে শট নিতে পারেননি।

17 Feb 2024, 08:07:12 PM IST

হায়দরাবাদের প্রচেষ্টা

৩১ মিনিট- চুংগাকে বাঁ-দিকে একটি দীর্ঘ প্রগতিশীল পাস বাড়ানো হয়। কিন্তু হায়দ্রাবাদ উইঙ্গার ক্লিন কাট করতে ব্যর্থ হয় এবং বল একটি কর্নারে চলে যায়। সাজি কর্নার থেকে ভিতরে ক্রস পান। তবে তাঁর হেডার লক্ষ্যে ছিল না। তবে এটা ঠিক যে, হায়দরাবাদ কিন্তু মরিয়া লড়াই চালাচ্ছে। ইস্টবেঙ্গল গোলের ব্যবধান না বাড়ালে চাপে পড়তে পারে।

17 Feb 2024, 08:02:50 PM IST

সমতা ফেরাতে মরিয়া হায়দরাবাদ

২৯ মিনিট- সমতা ফেরাতে মরিয়া হায়দরাবাদ। চোথে বক্সের প্রান্তে উইং থেকে সাইলোর কাছে একটি স্ট্রিং পাস খেলেন, কিন্তু তিনি হায়দরাবাদের হয়ে শট নিতে খুব বেশি সময় নেন। বল বেদখল হয়ে যায়।

17 Feb 2024, 08:00:22 PM IST

লাল-হলুদের ফ্রি-কিক

২৩ মিনিট- বক্সের প্রান্তে বিপজ্জনক অবস্থানে ইস্টবেঙ্গল একটি ফ্রি-কিক পায়। ক্লেটন ফ্রি-কিক থেকে শট নেয়। কিন্তু শটটি ক্রস-বারের ঠিক উপর দিয়ে বের হয়ে যায়।

17 Feb 2024, 07:52:32 PM IST

মাঝমাঠে আটকে দুই দল

১৭ মিনিট- মাঝমাঠেই বেশির ভাগ সময়ে খেলা হচ্ছে। ফলে গোলের পর আপাতত কোনও পক্ষই আক্রমণে সেভাবে উঠতে পারেনি। ঘনিষ্ঠ লড়াই চলছে। তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এগিয়ে থাকায়, তারা মানসিক ভাবে কিছুটা হলেও ভালো জায়গায় থাকবে।

17 Feb 2024, 07:46:02 PM IST

গোওওওওললল… ১-০ এগিয়ে গেল ইস্টবেঙ্গল

১১ মিনিট- কার্ডসমস্যা মিটিয়ে একাদশে ফিরতেই ফের লাল-হলুদের হাল ধরলেন ক্লেটন। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে দিলেন দলকে। ক্লেটনকে লক্ষ্য করে বক্সের বাইরে বাঁদিক থেকে একটি ক্রস বাড়ন নিশু। হেডে গোল করে দলকে এগিয়ে দিতে এতটুকু ভুল করেননি ক্লেটন। এই মরশুমে এই নিয়ে ১২টি গোল করে ফেললেন লাল-হলুদের তারকা। 

17 Feb 2024, 07:38:06 PM IST

লাল-হলুদের প্রথম আক্রমণ

৫ মিনিট- ইস্টবেঙ্গল তাদের প্রথম আক্রমণে ওঠে। লেফট ব্যাক নিশু বাঁ-দিক থেকে একটি ক্রস বাড়ান। তবে বল ক্লিয়ার করে দেওয়া হয়। কর্নার পায় লাল-হলুদ। তবে কর্নার পেয়েও কার্যকরী কিছু ঘটেনি।

17 Feb 2024, 07:30:36 PM IST

খেলা শুরু

ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদের ম্যাচ শুরু হয়ে গেল। আজ লাল-হলুদ জয়ে ফিরতে না পারলে চাপ হয়ে যাবে। প্লে-অফের আশা সেক্ষেত্রে কার্যত শেষ হয়ে যাবে। এদিকে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান ৪-২ হারিয়ে দিয়েছে নর্থইস্টকে। তারা উঠে এসেছে লিগ তালিকার দুইয়ে।

17 Feb 2024, 07:19:37 PM IST

হায়দরাবাদের একাদশ

17 Feb 2024, 07:14:07 PM IST

ইস্টবেঙ্গলের একাদশ

17 Feb 2024, 07:13:00 PM IST

পরিসংখ্যানে এগিয়ে হায়দরাবাদ

আইএসএলে মোট সাতবার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদ। চার বার জিতেছে হায়দরাবাদ এবং একবার জিতেছে ইস্টবেঙ্গল। দু’বার ড্র হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে হায়দরাবাদই। তবে গত মরশুম পর্যন্ত হায়দরাবাদের যা চেহারা ছিল, সেই চেহারার সঙ্গে এবার আর কোনও মিল নেই। ভাঙাচোরা টিম নিয়ে লড়াই করছে তারা। যে কারণে প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে তাদের বিরুদ্ধে আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল ইস্টবেঙ্গল। 

17 Feb 2024, 07:01:33 PM IST

হায়দরাবাদের হাল

হায়দরাবাদ এফসি এই বছর আর্থিক সমস্যায় জেরবার। যে কারণে তাদের দলে এবার কোনও বিদেশি নেই। ১৯ জন ফুটবলার দল ছেড়েছে। একেবারে নড়বড় করছে তারা। ১৪টি ম্যাচ খেলে একটিতেও জয় নেই। ১০টি ম্যাচই হেরেছে। চার ম্যাচ ড্র করেছে। ইস্টবেঙ্গলের কাছে কামব্যাকের এটাই আদর্শ মঞ্চ।

17 Feb 2024, 07:01:34 PM IST

ইস্টবেঙ্গলের হাল

চলতি লিগে এই হায়দরাবাদকে হারিয়েই প্রথম জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। সেপ্টম্বরের শেষ সপ্তাহে সেই ম্যাচে ক্লেটন সিলভা ফর্মে ফিরতেই প্রথম জয়ের মুখ দেখে ইস্টবেঙ্গল। ফল ছিল ২-১। তার পরে আরও এগারোটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে লাল-হলুদ বাহিনীর। এই এগারোটি ম্যাচের মধ্যে আর মাত্র একটি ম্যাচে জিতেছে তারা, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ৫-০-য়। নতুন বছর শুরু হওয়ার পর আইএসএলে আর একটিও জয়ের মুখ দেখতে পায়নি তারা। আইএসএলে টানা ছয় ম্যাচে জয়হীন, তার উপর শেষ দুই ম্যাচে হার। সাম্প্রতিক এই ফল ইস্টবেঙ্গল এফসি-কে আইএসএলের ক্রমতালিকায় বেশ কোণঠাঁসা করে দিয়েছে। তারা এখন শুধু হায়দরাবাদ এফসি এবং চেন্নাইয়িন এফসি-র উপরে দশ নম্বরে রয়েছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আন্দোলন চলবে, SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর জানালেন ‘যোগ্য়’ চাকরিহারারা! আগামিকাল মেষ থেকে মীনের কার ভাগ্যে কী আছে? রইল ২৩ এপ্রিলের রাশিফল আপনার জীবন বদলে দিতে পারে ফেং শুইয়ের এই ৫ নিয়ম, অন্তর্ভুক্ত করুন রুটিনে মা-ছেলে থেকে স্বামী-স্ত্রী! বউয়ের থেকে বর ৮ বছরের ছোট, বলুন তো কোন বলি তারকা? প্রেমে করছেন সায়ক? ‘মা কেও জানিয়েছি…', নায়িকার সঙ্গে ছবি দিয়ে লিখলেন অভিনেতা মহিলারা কখনও পোপ হতে পারবেন না! কেন? 'কিলবিল সোসাইটি'র স্পেশাল স্ক্রিনিংয়ে পরম 'বাচ্চা' বললেন কৌশানিকে! KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? ‘এখন দেখি তৃণমূল করে কী পাই…’ দল বদলেই বেফাঁস প্রাক্তন BJP নেত্রী ২ ঘণ্টায় ১১৬ লক্ষ মানুষও ভোট দিতে পারতেন! রাহুলকে চাঁচাছোলা জবাব কমিশনের

Latest sports News in Bangla

EB-র পথেই হাঁটছে I-League 2 জয়ী ডায়মন্ড হারবার, ট্রফি দিতে ডাক ক্রীড়ামন্ত্রীকে শেফিল্ডের হার, ম্যাচের পরেই হামজা চৌধুরীর উপর আক্রমণ! নেপথ্যে বার্নলির সমর্থক Neeraj Chopra Classic: বড় ঘোষণা! নতুন স্বপ্নপূরণের লক্ষ্যে ভারতের সোনার ছেলে Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট মোহনবাগানের দ্বিতীয় সারির দলও সেরা! Super Cup-র কোয়ার্টারে নামার আগে বলছেন নোয়াহ দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা সুপার কাপে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মুখে কেরালা, কোথায় দেখবেন ম্যাচ? চার্চিলকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা আপিল কমিটির! বিশ্ব ক্রীড়া আদালতে যাচ্ছে কাশী ‘মোহনবাগান জিতেই চলেছে! তাই সমর্থকদের কষ্টটা বুঝি…' সুপার কাপের আগে বলছেন ব্রুজো

IPL 2025 News in Bangla

KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? হয়ে গেল দুধ কা দুধ, পানি কা পানি… ধোনির সম্পর্কে এই ২টি হাস্যকর মিথ্যে রটায় লোকে রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেনে ৪টি পুরস্কার গিলের, তালিকায় KKR-এর একা রঘুবংশী হতাশায় ভুগছিলেন, বেড়ে গিয়েছিল ওজন! কীভাবে মাঠে ফিরলেন? আয়ুষ মাত্রের অজানা গল্প কেন KKR vs GT ম্যাচে ইডেনে উপস্থিত ছিলেন না হর্ষ ভোগলে? নিজেই জানালেন আসল কারণ একানায় ফিরে আবেগে ভাসলেন লখনউয়ের প্রাক্তন ক্যাপ্টেন! LSG vs DC ম্যাচে নজরে রাহুল পার্টি, বান্ধবী সব বন্ধ করে দিয়েছিলেন: জানেন কীভাবে অভিষেককে খুঁজে পেলেন যুবরাজ? ভিডিয়ো: বেঙ্কটেশ আইয়ারকে আউট করার পরে কেন আগ্রাসী সেলিব্রেশন করলেন শুভমন গিল? রাহুল দ্রাবিড়ের রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! উঠছে তদন্তের দাবি আরও ১০ রান যোগ হতে পারত… KKR-র বিরুদ্ধে জিতেও কি খুশি নন GT অধিনায়ক শুভমন গিল?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.