কার্লেস কুয়াদ্রাত গতবার ইস্টবেঙ্গলের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর অনেকটাই ঘষা মাজা করে লালহলুদকে জয়ের ট্র্যাকে ফিরিয়েছিলেন অস্কার ব্রুজো। কোচ হিসেবে আসার পর তিনি দলকে যথেষ্ট ভালোভাবেই পরিচালনা করেছিলেন। টানা ছয় ম্যাচ হারের পরেও যে ইস্টবেঙ্গল শেষ রাউন্ড পর্যন্ত সুপার সিক্সের লড়াইয়ে থাকবে সেটা অনেকেই ভাবতে পারেনি।
কিন্তু বারবার তো আর সুপার সিক্সের লড়াইয়ে থাকলে হবে না, চ্যাম্পিয়নও তো হতে হবে। তাই ইস্টবেঙ্গল এবারে দলবদলের বাজারে নেমে পড়েছে জোর কদম। প্রথমে রবসন রবিনহোকে নিয়ে জোর জল্পনা চললেও তাঁকে মোহনবাগান নিতে চাওয়ায় ইস্টবেঙ্গল আর অযথা তাঁর পিছনে অতিরিক্ত অর্থ অপচয় করতে রাজি নয়। এমনিতে বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজোর কোচিংয়েই খেলতেন রবসন।
ব্রাজিলিয়ান আসছেন ইস্টবেঙ্গলে
তবে ব্রাজিলিয়ান রবসনকে নিয়ে দোটানার মধ্যেই রবসনেরই আরেক প্রাক্তন সতীর্থকে প্রায় পাকা করে ফেলল ইস্টবেঙ্গল। আসন্ন আইএসএলে বসুন্ধরা কিংসে অস্কারের কোচিংয়ে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখা যাবে, বড়সড় কোনও অঘটন না ঘটলে। এবারের ইস্টবেঙ্গল দলের খারাপ পারফরমেন্সের কারণই ছিল খারাপ বিদেশি বাছাই। এক ভুল তাই আর করতে চাইছে না লালহলুদ ম্যানেজমেন্ট।
দিমিকে রেখে দেওয়া হবে
থাংবোই সিংটো ভারতীয় ফুটবলার, বিশেষ করে পাহাড়ি ফুটবলার যারা কলকাতা মাঠে দাপিয়ে খেলতে পারবেন, তাঁদেরই তালিকা দিচ্ছেন অস্কারকে। আর লালহলুদের কোচ নিজেই বিদেশি বাছাই করছেন। রিচার্ড সেলিসদের মতো অচেনা বিদেশি না এনে, নিজের চোখে খেলা দেখা বিদেশিদেরই নিতে চান ব্রুজো। গত মরশুমে দিমির নিষ্প্রভ ছিলেন কারণ সেভাবে তিনি সাপোর্ট পাননি আর সময়টাও খারাপ গেছিল।
হিজাজিকে ছেড়ে দেওয়া হতে পারে
মনে করা হচ্ছে, এবারে দিমিকে রেখেই দেবেন ব্রুজো। পিছনে মিগুয়েল যোগ দিলে দিমি আরও বল পাবে, ফলে তিনি ক্লিক করে যেতে পারেন। সামনে পজিটিভ নাম্বার নাইন বক্স স্ট্রাইকার খুঁজছে ইস্টবেঙ্গল। হিজাজি মাহেরের চোট রয়েছে, তাই তিনি ফুল ফিট হয়ে ইস্টবেঙ্গলে কতটা ভালো সার্ভিস দিতে পারবেন তার নিশ্চয়তা নেই। তাই ক্ষতিপূরণ দিয়ে তাঁকেও ছেড়ে দেওয়া হতে পারে। ক্লেইটন এবং হেক্টর আগেই ছেড়ে দিয়েছেন। মেসিকেও আর রাখা হচ্ছে না।
সাইড ব্যাক, উইংগার আসছে লালহলুদে
এদিকে ইস্টবেঙ্গলের এবারের যে পজিশনগুলো খুব ভুগিয়েছে তা হল দুই সাইড ব্যাক এবং উইং। শোনা যাচ্ছে মুম্বইয়ের বিপিন সিংয়ের পাশাপাশি সেই দলেরই আরেক ফুটবলার বিক্রম প্রতাপ সিংকেও প্রস্তাব দিয়েছে লালহলুদ। দুজনই যদি চলে আসে, তাহলে ডানদিক নিয়ে আর চিন্তা থাকবে না। বিষ্ণুকেও সেক্ষেত্রে মহেশের সঙ্গে বদল করে কখনও মাঝখানে বা বামপ্রান্তেও ব্যবহার করা হতে পারে। নন্দকুমার শেখরকে সেক্ষেত্রে ছেড়ে দেওয়া হতে পারে। আপাতত কয়েকটা সপ্তাহের মধ্যেই পুরো বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।