মোহনবাগান সুপার জায়ান্ট দল এবারে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। মোহনবাগান শিবির ব্যাক টু ব্যাক আইএসএল শিল্ড জিতে বিরল নজির গড়েছে। কেন তাঁরা আইএসএলের অন্যতম সফল দল, সেটা সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি প্রমাণ করে দিয়েছে। একাধিক বিশ্বকাপার যে দলে থাকে সেই দলের তো চ্যাম্পিয়ন হওয়াই স্বাভাবিক।
Video, IPL 2025-MIতে খেললে বিমানবন্দরে লাগে না চেকিং! ১০ কোটির অফারে কেন ‘না’? রহস্য ফাঁস KKR তারকার, শুনলে অবাক হবেন
সুযোগ পেলেই প্রমাণ করেছেন পেত্রাতোস
এবারের মোহনবাগান দলে গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন, টম আলদ্রেদ, আলবার্তো রদ্রিগেজদের প্রথম একাদশে খেলতে দেওয়ার জন্য পেত্রাতোসকে মরশুমের অধিকাংশ সময়ই রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছিল। অস্ট্রেলিয়ান তারকা নিজেও ফর্ম হারিয়ে ছিলেন, যদিও মোক্ষম সময়ই তিনি জ্বলে ওঠেন এবং বাগানকে শিল্ড জিততে সাহায্য করেন। গ্রেগ স্টুয়ার্ট যখন ছিলেন না, পেত্রাতোস নিজের সেরাটা দিয়ে গেছেন দিনের পর দিন।
KKR vs RR- IPLর প্রথম ম্যাচ হারতেই মা কামাখ্যার শরণাপন্ন KKR! ভাগ্য বদলে জয়ে ফিরতে ম্যাচের আগে পুজো দিলেন রাহানে, বরুণরা
শিল্ড জয়ের নায়ক পেত্রাতোস
ওড়িশা এফসির বিপক্ষে যুবভারতীয় স্টেডিয়ামে ছিল মোহনবাগানের শিল্ড জয়ের ম্যাচ। সেই ম্যাচ জিতলেই সবুজ মেরুন শিবির ২ ম্যাচ বাকি থাকতে এবারের শিল্ড জিতে নিতে পারত। কিন্তু প্রথম একাদশে এই ম্যাচেও সুযোগ হয়নি পেত্রাতোসের। অপেক্ষায় ছিলেন একটা সুযোগের। বুকের ভিতর জ্বলছিল নিজেকে প্রমাণের আগুন। আর মাঠে নামতেই অজি তারকার শটে গর্জে ওঠে যুবভারতী স্টেডিয়াম।
IPL 2025, PBKS vs GT- শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের অপরাজিত ৯৭ রানের ইনিংসে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে?
৯২.৪৯ মিনিটে চ্যাম্পিয়নশিপ গোল
মোহনবাগানের এই সুপারস্টার ওড়িশা এফসির বিপক্ষে ৯২.৪৯ মিনিটের মাথায় বাঁপায়ের জোরালো শটে অমরিন্দর সিংকে পরাস্ত করে গোল করে যান। ১-০ গোলে সেই ম্যাচ জিতে আইএসএল চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন শিবির। আর মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার দিনে তিনি বিরল এক নজির গড়ে ফেলেন। কারণ এর আগে ২০২৩ সালেও বেঙ্গালুরু এফসির বিপক্ষে নকআউট ফাইনালে গোল ছিল তাঁর, এছাড়াও সেবছর ডুরান্ড কাপে তিনি ফাইনালে গোল করে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছিলেন।
‘এখনই বাড়ছে না WPLর দল’! পাঁচ দল নিয়েই হবে পরের বছরের লিগ, জানালেন IPL চেয়ারম্যান!
এবার মোহনবাগান সমর্থকদের হার্টথ্রবই মন জিতে নিলেন ভক্তদের। তিনি নিজের ডান পায়ে ট্যাটু করে লেখালেন ৯২.৪৯ সংখ্যাটি। অর্থাৎ ম্যাচের যে মিনিটে তিনি গোল করে বাগানকে শিল্ড চ্যাম্পিয়ন করেছিলেন, সেই সংখ্যাটি নিজের পায়ে লিখেছিলেন তিনি। সঙ্গে নিচে তিনি লেখালেন 'আরাম সে'। অর্থাৎ মোহনবাগান সমর্থকদের তিনি আশ্বস্ত করে বললেন, যেন কেউ চিন্তা না করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।