শুভব্রত মুখার্জি: চলতি ক্যালেন্ডার বর্ষে বেশ ভালো ফর্মে রয়েছে ভারতীয় দল। বিশেষ করে সংক্ষিপ্ত ফর্ম্যাটে তারা শেষ যে কয়েকটি সিরিজ খেলেছে সবকটিতেই জয় পেয়েছে। তা সে ওয়ানডে হোক কিংবা টি-২০। সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে এবং টি-২০ ফর্ম্যাটের সিরিজ জিতে তারা পা রেখেছে জিম্বাবোয়ে সফরে। বৃহস্পতিবারেই ছিল এই দুই দেশের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই অনায়াসে জয় পেয়েছে ভারত। ১০ উইকেটে ম্যাচ জিতে তারা গড়ে ফেলেছে নয়া নজির। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার ভারত এক ক্যালেন্ডার বর্ষে একের বেশি ম্যাচ জিতল ১০ উইকেটে।
আরও পড়ুন: ভালো বোলিংয়ের স্বীকৃতি, বড় কাউন্টির হয়ে খেলার সুযোগ পেলেন সিরাজ
এদিন ম্যাচে শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলা শুরু করে ভারতীয় দল। দীর্ঘদিন বাদে চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার দীপক চাহার। আর ফিরেই বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন চেন্নাই সুপার কিংসের এই পেসার। তার পারফরম্যান্সে ভর করেই দিন শেষে ভারত ১০ উইকেটে বিরাট জয় পেয়েছে। ১১৫ বল অর্থাৎ প্রায় ২০ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছে তারা।