
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
যা সাম্প্রতিক সময়ের কোনও বাংলা অধিনায়ক করে দেখাতে পারেননি, তেমনই এক কৃতিত্ব অর্জনের হাতছানি ছিল মনোজ তিওয়ারির সামনে। ঘরের মাঠে বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করানোর স্বপ্ন যদিও পূর্ণ হয়নি মনোজের। ফাইনালে ফের সৌরাষ্ট্রের কাছে পরাজিত হয় বাংলা। ফলে মনোজদের হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়। সেই সঙ্গে বাংলার ফের রঞ্জি খেতাব জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়।
ইডেনের রঞ্জি ফাইনালে হেরেও বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি কৃতিজ্ঞতা জানান বিসিসিআইকে। তাও আবার এমন এক কারণে, যার জন্য তাঁদের ম্যাচ হারতে হয় বললে মোটেও ভুল বলা হয় না। আসলে প্রতিপক্ষ দলের যে ক্রিকেটার বাংলার হাত থেকে ফাইনাল ম্যাচ ছিনিয়ে নিয়ে যান, তাঁকে রঞ্জি ফাইনাল খেলার সুযোগ করে দেওয়ার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানান তিওয়ারি।
রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার জন্য সৌরাষ্ট্র দল ও ক্যাপ্টেন জয়দেব উনাদকাটকে অভিনন্দন জানান মনোজ। সেই সঙ্গে উনাদকাটকে ভারতের টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দিয়ে রঞ্জি ফাইনাল খেলার সুযোগ করে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান বিসিসিআইকে।
আরও পড়ুন:- Ranji Trophy Final: ৯০০ রানের গণ্ডি টপকে রঞ্জি ট্রফির সেরা খেলোয়াড় অর্পিত
পুরস্কার বিতরণী মঞ্চে মনোজ বলেন, ‘প্রথমেই আমি রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার জন্য জয়দেব উনাদকাটকে ও সৌরাষ্ট্র দলকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাই বিসিসিআইকে। ভারতীয় বোর্ড উনাদকাটকে জাতীয় স্কোয়াড থেকে ছেড়ে দিয়ে রঞ্জি ফাইনাল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। এটা অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত।’
উল্লেখ্য, ইডেনে জয়দেব উনাদকাট দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়ে রঞ্জি ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। প্রথম ইনিংসে ৪৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন জয়দেব। দ্বিতীয় ইনিংসে ৮৫ রান খরচ করে ৬টি উইকেট দখল করেন তিনি।
ইডেনের ফাইনালে বাংলাকে একতরফাভাবে পরাজিত করে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে বাংলা ১৭৪ রানে অল-আউট হয়। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ৪০৪ রান তোলে। প্রথম ইনিংসের নিরিখে ২৩০ রানে পিছিয়ে থেকে বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তারা ২৪১ রান তুলে দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়। জয়ের জন্য সৌরাষ্ট্রের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১২ রানের। শেষ ইনিংসে ২ উইকেটে ১৪ রান তুলে ম্যাচ জিতে যায় সৌরাষ্ট্র।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports