BAN vs SL: মুশফিকুরের ব্যাটিং ও দিনের শেষে তাইজুলের দৌরাত্ম্যে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
1 মিনিটে পড়ুন Updated: 18 May 2022, 07:39 PM ISTচতুর্থ দিনের শেষে ২৯ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে চট্টগ্রামে প্রথম টেস্টের চতুর্থ দিন বাংলাদেশ শুরু করেছিল তিন উইকেটে ৩১৮ রান থেকে। চতুর্থ দিনে মুশফিকুর রহিমের দুর্দান্ত শতরান এবং দিনের শেষে তাইজুলের বোলিংয়ে ভর করে ম্যাচের শেষদিনে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।
বৃষ্টির জেরে খেলা একটু দেরিতে শুরু হলেও মুশফিকুরকে দারুণ ছন্দে দেখায়। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে তিনি টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই দিন। প্রথম সেশনটা একটু দেখে খেলেন লিটন দাস ও মুশফিকুর। কোনও উইকেট না পরলেও, ৬৭ রানই তুলতে পারে বাংলাদেশ। তবে লাঞ্চের পরেই ম্যাচে ফেরে শ্রীলঙ্কা পরপর দুই বলে সেট লিটন দাসকে প্রথমে ৮৮ রানে ফেরানোর পরের বলেই, গতকাল রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়া তামিম ইকবালকেও ফেরান কাসুন রজিথা। শাকিব আল হাসানও ২৬ রানের বেশি করতে পারেননি।
তবে অপরদিকে উইকেট পড়লেও, মুশফিকুর একদিকে টিকে থাকেন। তিনি নিজের অষ্টম টেস্ট শতরানটিও করে ফেলেন। তবে চা বিরতির পরে ১০৫ রানে মুশফিকও সাজঘরে ফেরেন। শেষমেশ ৪৬৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬৮ রানের মোটমুটি একটা লিড নিয়ে বোলিংয়ে নামেন টাইগাররা। লঙ্কানদের হয়ে দিমুথ করুণারত্নে এবং ওশাদা ফার্নান্দোকে বেশ জমাট দেখাচ্ছিল। তবে ননস্ট্রাইক এন্ডে ডাইরেক্ট থ্রোয়ে প্রথমে ওশাদাকে ১৯ রানে ফেরান তাইজুল ইসলাম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports