এশিয়ান গেমসে ভারতের খেলা কবে, দেখে নেওয়া যাক।
বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩
এশিয়ান গেমস ২০২৩
home 





ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। ছবি- পিটিআই।



জানেন কি Asian Games-এ ভারত এখনও পর্যন্ত কতগুলো পদক জিতেছে? (ছবি-এএফপি)
জানেন এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত কতগুলো পদক জিতেছে? সোনার পদক সংখ্যা কত?
Updated: 21 Sep 2023, 09:43 PM IST লেখক Sanjib Halderচলুন দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত এশিয়ান গেমসে কতগুলো মেডেল জিতেছে ভারত। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ১৫৫টি সোনা জিতেছে ভারত। সিলভারের সংখ্যা ২০১টি। এছাড়াও ব্রোঞ্জ জিতেছে মোট ৩১৬টি। এই ভাবে এখনও পর্যন্ত মোট ৬৭২টি পদক জিতেছে ভারত।
ভারতীয় দল নিয়ে কী বললেন সুনীল ছেত্রী? (ছবি-এক্স)
বাংলাদেশকে হারিয়েও খুশি নন সুনীল ছেত্রী! দল নিয়ে কী বললেন ভারতীয় দলের ক্যাপ্টেন?
Updated: 21 Sep 2023, 08:51 PM IST লেখক Sanjib Halderবাংলাদেশের বিরুদ্ধে ৮৫ মিনিট পর্যন্ত গোল পায়নি দল, পরে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল করে দলকে জেতান সুনীল ছেত্রী। ম্যাচ শেষে দলের পারফরমেন্স নিয়ে সুনীল বলেন, ‘সত্যিই হতাশাজনক। আমাদের অনেক উন্নতির প্রয়োজন। ফাইনাল পাস, মুভমেন্ট ঠিক করা দরকার। যদিও এই তিন পয়েন্ট অত্যন্ত জরুরি ছিল আমাদের জন্য।’
এশিয়ান গেমসে ভারতের কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি অ্যাথলিট যােগ দিচ্ছেন, দেখে নেওয়া যাক।
এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।
Asian Games: বৃষ্টিতে ভারত-মালয়েশিয়া ম্যাচ বাতিল,তবু সেমিতে স্মৃতিরা, কোন নিয়মে?
Updated: 21 Sep 2023, 03:22 PM IST লেখক Tania Royভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি নামে। এতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। সেই সময়ে ৫.৪ ওভারে ভারতের স্কোর ছিল ৬০/১। বৃষ্টি বন্ধ হয়ে খেলা শুরু হলে, ওভার কমিয়ে ১৫ করা হয়। ভারত ২ উইকেট হারিয়ে ১৭৩ করে। মালয়েশিয়া ব্যাট করতে নামলে, ২ বল খেলা হতে না হতেই ফের ঝেঁপে আসে বৃষ্টি। ম্যাচটিই শেষে বাতিল হয়ে যায়।
ভারতীয় ফুটবল দল।
এশিয়াডে মাঠে নামছে ভারতের পুরুষ ও মহিলা দল, কখন ও কোথায় ফ্রি'তে দেখবেন?
Updated: 21 Sep 2023, 12:56 PM IST লেখক Prosenjit Chakiভারতের বিরুদ্ধে নামছে বাংলাদেশ। কখন কোথায় ফ্রি'তে দেখা যাবে এই ম্যাচ? জেনে নিন।
ত্রাতা সেই সুনীল! বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে এশিয়াডে স্বপ্ন বাঁচিয়ে রাখল ভারত
Updated: 21 Sep 2023, 01:49 PM ISTএশিয়ান গেমসের প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে লজ্জার হারের মুখ দেখতে হয় ভারতকে। কোনও রকম প্রস্তুতি ছাড়াই চিনের বিরুদ্ধে নামতে হয়েছিল তাদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ইগর স্টিম্যাচের দল।
শেফালি বর্মা।
ছয়ের হাফসেঞ্চুরিতে রোহিতদের টপকে রেকর্ড শেফালির, মাত্র সাত বলেই নজির রিচার
Updated: 21 Sep 2023, 11:59 AM IST লেখক Tania Royশেফালির ঝোড়ো ইনিংসের হাত ধরে ভারত ১৫ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ১৭৩ রান করে ফেলে। ৩৯ বলে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শেফালি। সেই ইনিংস সাজানো ছিল ৫টি ছক্কা এবং ৪টি চারে। আর এই পাঁচ ছয়ের হাত ধরেই শেফালি গড়ে ফেলেন অনন্য এক নজির।
হরমনপ্রীত সিং ও লভলিনা। ছবি-এএনআই
স্বপ্ন দেখাচ্ছে ভারতের ভলিবল দল।