কর্মরতা নারীর দেহমন সতেজ ও আয়ু লম্বা, বলছে সমীক্ষা Updated: 20 Dec 2019, 04:12 PM IST HT Bangla Correspondent কর্মরত মহিলারা জীবনে বেশি সুখী হন। তাঁদের আয়ুও অন্য মহিলাদের তুলনায় দীর্ঘ হয়। এই তথ্য জানা গিয়েছে সাম্প্রতিক সমীক্ষায়।