Reasons behind Narendra Modi's popularity: 'মন কি বাত' করেই দেশের মন জয় করেছেন মোদী, বিশ্লেষণ মার্কিন মিডিয়ায় Updated: 22 Jun 2023, 01:23 PM IST Sritama Mitra নিউ ইয়র্ক টাইমসের মুজিব মাশাল লিখছেন, পুরনো ঘরানায় মোদীর রেডিও শো, তাঁকে আলাদা করে জনপ্রিয়তা এনে দিয়েছে ভারতে। তিনি লিখছেন, মোদীর ‘মন কি বাত’ এমন একটি অনুষ্ঠান যেখানে স্থানীয়ের সঙ্গে জাতীয় ও বিশ্বের গণ্ডিকে সংযুক্ত করা হয়।