WB Weather, Rain and Monsoon Forecast: আগামী সপ্তাহেই শুরু হয়ে যাবে বর্ষা, এরই মধ্যে বাংলায় ৫ ডিগ্রি চড়বে পারদ Updated: 14 May 2024, 11:00 AM IST Abhijit Chowdhury দেশে বর্ষা প্রবেশ করতে পারে সময়ের আগেই। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। আগামী সপ্তাহেই বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে বলেও জানা গিয়েছে। এই আবহে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? কোথায় বৃষ্টি হতে পারে? জানুন পূর্বাভাস।