WB 5th Pay Commission DA Case Latest Update: সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে সামনে এল নয়া আপডেট, চিঠিতে করা হল বড় দাবি
Updated: 26 Jun 2024, 07:45 AM IST Abhijit Chowdhury 26 Jun 2024 5th pay commission, 6th pay commission, da case, da arrear, dearness allowance, da case in supreme court, supreme court, songrami joutho moncho, সংগ্রামী যৌথ মঞ্চ, ডিএ মামলা, বকেয়া ডিএ, মহার্ঘ ভাতা, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে ডিএ মামলা, পঞ্চম বেতন কমিশন, ষষ্ঠ বেতন কমিশনসুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা ঝুলে আছে বিগত বেশ কয়েক মাস ধরে। বারবার শুনানি পিছিয়েছে এই মামলার। এই আবহে জুলাই মাসে ফের এই মামলা উঠতে পারে শীর্ষ আদালতে। তার আগে এই মামলা নিয়ে একটি চিঠি গেল সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতে মামলা সংক্রান্ত নয়া এই আপডেট জেনে নিন।
পরবর্তী ফটো গ্যালারি