স্পোর্টস্টারের রিপোর্ট অনুযায়ী, প্যারিসের স্থানীয় সময় ৭টা ১৫ মিনিট নাগাদ ওজন নেওয়া হয় ভিনেশের। তখন তাঁর ওজন বেশি ছিল। তিনি যেহেতু ৫০ কেজি ওজন বিভাগে লড়ছিলেন, তাই তাঁর ওজন ৫০ কেজির নীচে থাকতে হত। এর আগে রাতে ওজন ৫০ কেজির নীচে নামাতে সাইকলিং থেকে শুরু করে অনেক কিছু করেন ভিনেশ। তাতেও কিছু হয়নি।