বুধবার রাতেই শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ। জমজমাট গ্রুপ তথা লিগ স্টেজ থেকে নকআউট পর্বে চলে গেছে ১৬টি দল। শুক্রবারই ১৬টি দলকে নিয়ে হতে চলা রাউন্ড অফ সিক্সটিনের ড্র প্রকাশিত করা হল উয়েফার তরফে। আর শেষ ষোলোতেই মুখোমুখি হচ্ছে একাধিক বড় দলগুলো। রয়েছে মাদ্রিদ ডার্বি, লিভারপুলের সামনে পিএসজি।