বর্তমানে সিংহে দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। এ সময় সিংহে এক সঙ্গে তিনটি রাশি বিরাজ করেছে। এগুলি হল- সূর্য, বুধ ও মঙ্গল। জ্যোতিষ মতে তিনটি গ্রহ একই রাশিতে এলে দুর্লভ যোগ সৃষ্টি হয়। একে ত্রিগ্রহী যোগ বলা হয়। সিংহে তিনটি রাশির উপস্থিতি কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ। জেনে নিন সেই রাশিগুলি সম্পর্কে—মিথুনপরিবারে আকস্মিক সুসংবাদ পেতে পারেন।কাজে সাফল্য লাভ করবেন।আর্থিক লাভ হবে, এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। দাম্পত্য জীবন সুখে কাটবে।ভাগ্যের সঙ্গ পাবেন।কর্কটএ সময় যাত্রা করতে হবে এই রাশির জাতকদের।মান-সম্মান বৃদ্ধি পাবে।পরিবারে আনন্দ থাকবে।ব্যবসা ও চাকরির দিক দিয়ে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে।মানসিক শান্তি লাভ করবেন।আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।কাজে সাফল্য লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে না।পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।জীবনসঙ্গীর সহযোগিত লাভ করবেন।তুলাচাকরি পরিবর্তনের কথা চিন্তা করতে পারেন।ব্যবসায় লাভ হতে পারে।কাজে সাফল্য লাভ করবেন।আর্থিক লাভের যোগ সৃষ্টি হচ্ছে।জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।এ সময় সকলে আপনার কাজে সাহায্য করবে।কুম্ভ চাকরিতে উন্নতি হতে পারে।নতুন প্রকল্প পেতে পারেন।পরিবারের পরিবেশ ভালো থাকবে।যে কাজই করবেন, তাতে লাভ হবে।চাকরি ও ব্যবসার জন্য সময় কোনও আশীর্বাদের চেয়ে কম নয়।আর্থিক পরিস্থিতি মজবুত হবে। মান-সম্মান ও পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি হবে।দাম্পত্য জীবন আনন্দে কাটবে।মীনকর্মক্ষেত্রে কোনও সুসংবাদ পেতে পারেন।পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।মাসের শেষে সুসংবাদ পাবেন।ভাগ্যের সঙ্গ পাবেন।আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।দাম্পত্য জীবন সুখে কাটবে।ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন।কাজে সাফল্য লাভ করতে পারেন।