TMC Electoral Bond Funding Latest Update: ইলেক্টোরাল বন্ড অনুদানের তালিকায় তৃতীয়তে নামল তৃণমূল, নয়া তালিকায় হেরফের হিসেব Updated: 18 Mar 2024, 10:06 AM IST Abhijit Chowdhury সুপ্রিম নির্দেশিকার পরে গত সপ্তাহে যখন নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করা হয়েছিল, তাতে দেখা গিয়েছিল, অনুদান পাওয়া দলগুলির মধ্যে দ্বিতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ছিল তৃতীয় স্থানে। তবে নয়া তথ্য প্রকাশে সেই হিসেব উলটে গিয়েছে বলে জানা যাচ্ছে।