Dev on contesting from Ghatal: আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনে থাকবে, সংসদে ‘শেষদিনে’ মোদীকে পরামর্শ দেবের Updated: 08 Feb 2024, 08:58 PM IST Ayan Das দেব কি রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ নিচ্ছেন? সেই জল্পনা আরও বাড়িয়ে তুললেন খোদ ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ। বৃহস্পতিবার লোকসভায় ভাষণ দেন দেব। আর সেখানে তিনি যে মন্তব্য করেন, তাতে জল্পনা বেড়ে গিয়েছে। কী বললেন তিনি, তা দেখে নিন।