জোস বাটলারের ঝোড়ো সেঞ্চুরির কাছে হার মানল বিরাট কোহলির স্লো শতরান। এর ফলে IPL 2024-এর ১৯ তম ম্যাচ RCB কে ৬ উইকেটে হারিয়ে দিল RR. রাজস্থানের এই জয়ের ফলে লিগ টেবিলে বেশ পরিবর্তন দেখা যায়। কলকাতা নাইট রাইডার্সকে লিগ টেবিলের শীর্ষস্থান থেকে সরিয়ে এক নম্বরে উঠল রাজস্থান।