Durand Cup: আগের ম্যাচগুলোতে গোল নষ্টের খেসারত দিয়েছি- ডার্বির আগে মানছেন ATK MB ফুটবলাররা
Updated: 27 Aug 2022, 06:52 PM IST Tania Roy 27 Aug 2022 durand cup 2022, atk mohun bagan vs east bengal, atk mohun bagan, east bengal, juan ferrando, joni kauko, pritam kotal, kolkata derby, bengali sports news, ডুরান্ড কাপ ২০২২, ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান, জুয়ান ফেরান্দো, প্রীতম কোটাল, জনি কাউকো, কলকাতা ডার্বিশেষ পাঁচটি ডার্বিই জিতেছে এটিকে মোহনবাগান। সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক, মাথা ঘামাচ্ছেন না এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। বরং প্রায় আড়াই বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর বিষয়ে একশো শতাংশ নিশ্চিন্ত ফেরান্দো। আর একই কথা বলছেন তাঁর দলের ফুটবলাররাও।
পরবর্তী ফটো গ্যালারি